নিজস্ব সংবাদদাতা: টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। গত এক বছর ধরে মুম্বইয়ের বাসিন্দা তিনি। পাশাপাশি চলছে বলিউডের কাজের প্রস্তুতি। সূত্রের খবর নতুন ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কাকে। এই চলছে ধারাবাহিকের কথাও। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কথাবার্তা চলছে ঠিকই। শুটিংও শুরু হবে খুব তাড়াতাড়ি তবে এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না তিনি।

ইতিমধ্যেই মুম্বইয়ে একটি মারাঠি ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা। ছবির নাম ‘জিলবি’। ছবিতে রয়েছেন জনপ্রিয় মরাঠি অভিনেতা স্বপ্নীল জোশী।
শব্দই শুটিং শেষ করেছেন পরিচালক সৌভিক দের আগামী ছবি। ভরপুর কমার্শিয়াল ঘরানার এই ছবিতে আবারও একবার বাংলায় কাজ করতে চলেছেন অভিনেত্রী জারিনা ওয়াহব। তাঁর সঙ্গে উপরি পাওয়া অভিনেতা মুকেশ তিওয়ারি। মুখ্য চরিত্রে দেখা মিলবে টলিউডের দুই অভিনেতা রোহন ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্ত'র।আসন্ন ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিটি, সিরিজের আকারেও ওয়েব প্লাটফর্মেও আসতে পারে বলে সূত্রের খবর। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু-এই চারটি ভাষাতেই মুক্তি পাবে আসন্ন এই ছবি।

প্রসঙ্গত, এই মুহূর্তে মুম্বইয়ের কাজে ব্যস্ত অভিনেত্রী। চলছে অডিশনের প্রস্তুতিও। তবে টলিউড একেবারেই ছেড়ে দেননি তিনি। ভাল চরিত্রের সুযোগ পেলে আবারও টলিউডের কাজ করবেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।