'পরশুরাম আজকের নায়ক' বর্তমানে বাংলা টেলি জগতের অন্যতম চর্চিত নাম। এই ধারাবাহিক যবে থেকে শুরু হয়েছে, তবে থেকেই টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে। শুধু তাই নয়, অধিকাংশ সপ্তাহেই দেখা গিয়েছে টিআরপি টপার হয়েছে। কিন্তু গত সপ্তাহে 'পরিণীতা'র কাছে প্রথম স্থান হাতছাড়া করেছে। এরপরই প্রকাশ্যে এল নতুন চমক। 

'পরশুরাম আজকের নায়ক' এবার হিন্দিতে। স্টার প্লাসে শুরু হতে চলেছে 'মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম'। তবে কবে থেকে এই ধারাবাহিকের হিন্দি রিমেকের পথ চলা শুরু হবে সেটা এখনও জানানো হয়নি। 
এই চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রোমো প্রকাশ্যে এনে জানানো হয়েছে 'পরিবার ওর পেহচান, না যার পরশুরাম। আলাপ করুন মিস্টার অ্যান্ড মিসেস পরশুরামের সঙ্গে। জলদিই।' 

প্রোমোতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাজার করছেন। বাজার করে সে যখন ফিরছে দেখা যাচ্ছে সেই ব্যক্তির এক হাতে বাজারের থলি, অন্য হাতে বন্দুক। এরপর দুই ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে পরশুরামকে। 

বাংলায় পরশুরাম হিসেবে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসুকে। অন্যদিকে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসুকে। তবে হিন্দিতে তাঁদের জুতোয় কারা পা গলাচ্ছেন সেটা প্রকাশ্যে আনা হয়নি।

 

প্রসঙ্গত, বর্তমানে বাংলার 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে দেখানো হচ্ছে তটিনীর চরিত্রের অজানা একটা দিক রয়েছে যা এতদিন নায়ক জানত না। তবে বর্তমানে ধীরে ধীরে সেই চরিত্রের পরত সরছে। 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের সঙ্গেও কোলাব করল এই মেগা। সেখানে বিদ্যা ব্যানার্জিকে বাঁচাতে হাজির হতে দেখা যায় পরশুরামকে। এবার হিন্দিতে এই ধারাবাহিক শুরু হলে মুখ্য দুই ভূমিকায় কাদের দেখা যাবে সেটাই দেখার।