সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম'-এর নায়িকার চরিত্রে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কথা চক্রবর্তী। ওই মেগায় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সম্রাট ও কথার জুটিকে দর্শক এতটাই ভালবাসা দিয়েছিলেন যে তাঁদেরকে আবারও নতুনভাবে ফিরিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। 

 

কথা ও সম্রাটকে দেখা গিয়েছিল 'আকাশ কুসুম ২'-এ।‌ ধারাবাহিকের প্রথম সিজন শেষ হতে না হতেই আবারও ফিরেছিল এই জুটি। তবে ওই মেগা শেষ হতে ছোটপর্দায় আর দেখা মেলেনি কথার। তবে এবার তিনি নতুন চরিত্রে ফিরছেন বলে খবর।‌ কথাকে দেখা যেতে চলেছে একটি মাইক্রো সিরিজে।

 


দর্শকের কাছে মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই।‌ তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব।‌ এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা। 

 

জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এরকম কিছু মাইক্রো সিরিজ। যার মধ্যে নয়া সংযোজন আরও একটি সিরিজ। পরিচালনায় অনির্বাণ মল্লিক। কার্যনির্বাহী প্রযোজনায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। এই মাইক্রো ড্রামায় জুটি বাঁধছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়। গল্পে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কথাকে। 

 

রোহন-অঙ্গনার জুটিকে দর্শক টেলিভিশনের পর্দায় দেখেছিলেন। স্টার জলসার ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'তে প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। এরপর আর সেভাবে একসঙ্গে জুটি হিসেবে পর্দায় তাঁদের দেখেননি দর্শক। এই মাইক্রো ড্রামার মাধ্যমে একফ্রেমে দেখা যাবে রোহন-অঙ্গনাকে। গল্পটি এগোবে স্ক্যামকে ঘিরে। জালিয়াতির এক প্রান্তে থাকবেন অঙ্গনা। অন্যদিকে, জালিয়াতির খপ্পরে পড়বেন রোহন। এদিকে, রোহনকে মনে মনে ভালবাসে কথার চরিত্রটি। কিন্তু অঙ্গনা-রোহনের প্রেম দেখে মনে আঘাত পায় এই জেন-জি চরিত্র। কী হবে তারপর? সেই উত্তর মিলবে ওই সিরিজে। 

 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে সিরিজের শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরুতেই মুক্তি পাচ্ছে এই গল্প। তবে এখনও পর্যন্ত মাইক্রো সিরিজের নাম চূড়ান্ত হয়নি বলেই খবর।  

 

নতুন কাজ নিয়ে আজকাল ডট ইন-কে কথা চক্রবর্তী বলেন, "আমি তো বরাবরই ধারাবাহিকে কাজ করেছি। কিন্তু এবার অন্য মাধ্যমে কাজ করে দারুণ অভিজ্ঞতা হল। এবার চাই আরও নতুন ধরনের কাজ করতে। ধারাবাহিকেও ফেরার ইচ্ছা আছে।"