বড়দিনে মুক্তি পাচ্ছে 'প্রজাপতি ২'। সদ্যই প্রকাশ্যে এসেছে এই ছবি ট্রেলার। অভিনেতা, অভিনেত্রীরা জমিয়ে প্রচার করছেন ছবির। তার মধ্যেই 'প্রজাপতি ২' ছবির পোস্টার লাগানোর পরও দক্ষিণ কলকাতার জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলে শো পেল না এই ছবি। তারপরই নাম না করে কাকে কটাক্ষ করলেন দেব? 

এদিন দেব দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে টাঙানো রয়েছে 'মিতিন মাসি'র পোস্টার। রয়েছে 'প্রজাপতি ২' ছবিটিরও পোস্টার। যদিও দেব এদিন যখন ছবিটি পোস্ট করেছেন 'মিতিন মাসি' ছবির পোস্টার ব্লার করে দিয়েছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তারপরও সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও, আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমা হলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভাল চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে।'

প্রসঙ্গত, চলতি বছরের পুজোর সময় একই সঙ্গে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'রক্তবীজ ২' এবং দেব এন্টারটেইনমেন্ট ও এসভিএফ প্রযোজিত 'রঘু ডাকাত'। সেই সময় 'রঘু ডাকাত' একই সময় মুক্তি পাওয়া অন্যান্য ছবির তুলনায় অনেক বেশি শো পেয়েছিল। তাই তাঁকে অনেকে মাফিয়া বলে দেগে দিয়েছিল। দাবি করেছিল, ক্ষমতার জোরে নাকি তিনি বেশি শো পেয়েছেন। যদিও মাস দুই তিন ঘুরতে না ঘুরতেই সেই ছবি বদলাল। আর তারপরই এই জবাব দিলেন দেব। সুপারস্টার নাম না করলেও, কাকে তিনি কটাক্ষ করেছেন সেটা স্পষ্ট। 

প্রসঙ্গত, ২০২৫ সালের বড়দিনে 'প্রজাপতি ২' ছবি ছাড়াও মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত, অরিন্দম শীল পরিচালিত ছবি 'একটি খুনির সন্ধানে মিতিন'। একই সঙ্গে ২৫ তারিখ মুক্তি পাচ্ছে এসভিএফ প্রযোজিত এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। সেই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, আরাত্রিকা মাইতি, ব্রাত্য বসু, প্রমুখ। 'একটি খুনির সন্ধানে মিতিন' ছবিতে আবারও মিতিন মাসি হয়ে ধরা দেবেন কোয়েল মল্লিক। 

অন্যদিকে 'প্রজাপতি ২' ছবিটির পরিচালনা করেছেন অভিজিৎ সেন। বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে দেব ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, প্রমুখ। ছবির গল্পে উঠে আসবে একজন সিঙ্গল ফাদারের গল্প।