নিজস্ব সংবাদদাতা: গতকালই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তী। আজ মঙ্গলবার, ২৮ নভেম্বর কী এমন হল যে পরম-পত্নী তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে?
২৭ নভেম্বরের হাসিখুশি চিত্রটা বদলে গেল এক রাতেই। সূত্রের খবর অনেক দিন ধরেই কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভুগছিলেন পিয়া। সে অসহ্য যন্ত্রণার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছিলেন তিনি । সেই সমস্যার বাড়াবাড়ি হলে বিয়ের রাতেই হাসপাতালে ছুটতে হয়েছে তাঁকে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এই মুহূর্তে তাঁর অবস্থা কেমন? সে বিষয়ে পরিচালক-অভিনেতার ফোন নিরুত্তর।
পরমব্রত -পিয়ার বিয়ে নিয়ে অনেক দিন ধরেই কানাঘুষো চলছিল। বন্ধুর প্রাক্তন স্ত্রী, কখন যে তাঁর পরম-প্রিয় হয়ে উঠেছেন, তা টের পাননি কেউই। বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজের সূত্রেই তাঁদের কাছে আসা। যা গতকাল পরিণতি পেয়েছে সাতপাকের বন্ধনে। ভবানীপুরে বন্ধুর বাড়িতে বসেছিল বিয়ের  আসর। নিমন্ত্রিতের সংখ্যা ছিল হাতেগোনা। সেখান থেকেই অভিনেতা জানিয়েছিলেন, এই বিয়ে নিয়ে তাঁদের গোপনীয়তার কথা। সকলকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তাঁদের। একথাও বলেছিলেন শিল্পী। কিন্তু তাঁর আগেই বিপর্যয়।