নিজস্ব সংবাদদাতা: ২০২৫-এ পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। মা-বাবা হতে চলেছেন পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। অন্য দুই চারপেয়ে সন্তানকে আলাপ করিয়ে দেওয়ার পাশাপাশি নতুন সদস্যের সুখবর দিলেন তারকা জুটি। 

 

ভালবাসার মরশুমে নিজেদের মাঝে নতুন অতিথিতে স্বাগত জানালেন জুটিতে। নিজেদের একটি আদুরে ছবি এবং দুই পোষ্যর ছবি সমাজমাধ্যমে ভাগ করে পরমব্রত লিখেছেন, 'প্রেম দিবসের পার্টি করতে আমাদের দেরি হল কারণ আমরা কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম,  প্রথম আমরা নিজেরা , দ্বিতীয় আমাদের বড় সন্তান নিনা, তৃতীয় কত বছর আমাদের কাছে আসা বাঘা, চতুর্থ আমাদের ভালবাসার অংশ ক্রমশই বড় হচ্ছে। নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।'

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'এই রাত তোমার আমার'। প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও, তবে সেখানে তাকে দেখে একফোঁটাও বোঝা যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা। ২০২৫ এ কোন সময় সন্তান আসছে, সে কথা এখনই জানাতে চান না পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এই বছরই বাবা-মা হবেন  তাঁরা তা জানা যাচ্ছে। ২০২৩-এ্য নভেম্বরে গোপনে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-পিয়া।  তবে বিয়ের আগে তাদের প্রেম নিয়ে দু'জনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। বিয়ের পরও অবশ্য বন্ধুত্ব অটুট, তবে পরিবারে এবার বন্ধুর সংখ্যা বাড়তে চলেছে। পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বহু টলি তারকা থেকে নেটিজেনরাও।