ডিসেম্বর উদযাপনের মাস। বড়দিন, ইংরেজি নতুন বছর। ডিসেম্বর মধুমাসও। বলিউড, টলিউডে একের পর এক বিয়ের সানাই। পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীও সাতপাক ঘুরেছেন শীতল মরশুমেই। বিয়ে, মধুচন্দ্রিমা পেরিয়ে ২৪ ডিসেম্বরের রাতে নিজেদের বাড়িতেই রিসেপশনের আয়োজন করলেন। ছাদজুড়ে আলোর রোশনাই। তাতে বাড়তি জৌলুস টলি তারকাদের ভিড়।



বিয়ের সাজসজ্জা, অতিথি আপ্যায়নে তাঁরা খাঁটি বাঙালি। রিসেপশনের রাত পুরোপুরি সাহেবিয়ানা। পরমব্রত সেজেছিলেন কালো ব্লেজার, ট্রাউজারে। পিয়া নীল গাউনে। বাড়ির অন্দর সেজেছিল ক্রিসমাস গাছ, তারা, সোনালি বল, রুপোলি জরির ফিতেয়। বাড়ির ছাদে রিসেপশনের আয়োজন। যা আলোয়-তারায় খচিত। সেখানেই দেখা মিলেছে সস্ত্রীক সৃজিত মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়ের। সৃজিত-ঘরনি রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ছিল তাঁর ছোট্ট মেয়ে আইরাও। সপরিবার এসেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, ইশা সাহা, অনুষা বিশ্বনাথন, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি।



এসেছিলেন মুনমুন সেন। তবে এখনও পর্যন্ত ফ্রেমে দেখা যায়নি রাইমা সেনকে। যাঁর সঙ্গে একটা সময় নাম জড়িয়েছিল প্রযোজক-পরিচালক-অভিনেতার। পরমব্রতর আগামী ছবির সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও ছিলেন অরিন্দম শীল, নিসপাল সিং রানে, লহমা ভট্টাচার্য-সহ এক ঝাঁক তারকার। রিসেপশনের আগে নিজেকে নতুন ভাবে সাজিয়ে নিয়েছিলেন পরমব্রত। বিশিষ্ট হেয়ার স্টাইলিস্ট জলি চন্দর স্টুডিওয় গিয়ে চুলের ছাঁদ বদলে ফেলেন। সেই ভিডিও জলি নিজেই ভাগ করে নিয়েছেন সামাজিক পাতায়।