সম্প্রতি অভিনেতা তথা প্রযোজক বিদনয়ন মানে পলাশ মুচ্ছলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।  জানিয়েছেন বলিউডের এই জনপ্রিয় সুরকার সত্যিই স্মৃতি মন্দানার সঙ্গে প্রতারণা করেছেন। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন স্মৃতি এবং পলাশের বিয়ের দিনই গায়ককে এক মহিলার সঙ্গে বিছানায় মাখামাখি অবস্থায় দেখা গিয়েছিল। এই অভিযোগের পর এবার পাল্টা জবাব দিলেন পলাশ। জানালেন তিনি আইনি পদক্ষেপ নেবেন তাঁর নামে মিথ্যে কথা রটানোর জন্য। 

পলাশ মুচ্ছল এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'সংলির বাসিন্দা বিদনয়ন মানে সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগ এনেছেন তার বিষয়ে কিছু কথা। আমি জানাতে চাই, তিনি যে যে অভিযোগ এনেছেন আমার বিরুদ্ধে সেগুলো সবই ভিত্তিহীন এবং সম্পূর্ণ ভুল তথ্য।' গায়কের দাবি এই কথাগুলো জেনে বুঝে বলা হয়েছে যাতে তাঁর ভাবমূর্তি নষ্ট করা যায়। তবে তিনি মোটেই এত সহজে বিষয়টা ছেড়ে দেবেন না। যথাযথ পদক্ষেপ নেবেন। 

পলাশ এদিন তাঁর পোস্টে সাফ জানিয়ে দেন, 'আমার আইনজীবী শ্রেয়াংশ মিথারে গোটা বিষয়টা ভাল করে যাচাই করে দেখছে যে কোন কোন ভাবে আইনি পথে এটার মোকাবিলা করা যায়। সঠিক আইনি পদক্ষেপের মাধ্যমে এই বিষয়টার মোকাবিলা করা হবে।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২৫ সালের শেষ দিকে ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্দানার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল পলাশ মুচ্ছলের। বিয়ের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আংটি পরিয়ে প্রেমিকাকে প্রোপোজ করেন তিনি। কিন্তু বিয়ের দিন প্রথমে শোনা যায় স্মৃতির বাবা অসুস্থ হয়েছেন, তারপর পলাশের হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে। ঘোষণা করা হয় বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই সময়ই রটে যায় অন্য এক খবর। জানা যায়, পলাশ সেই বছরই অন্য এক মহিলাকে তাঁর সঙ্গে জলকেলি করার প্রস্তাব দিয়েছেন। বিস্তর কাটাছেঁড়া চলে বিষয়টা নিয়ে। শেষ পর্যন্ত বিয়ে ভাঙে তাঁদের। এই ঘটনার মাস ঘোরার আগেই এবার পলাশের নামে গুরুতর অভিযোগ এনেছেন এই অভিনেতা, প্রযোজক। 

কী জানিয়েছেন বিদনয়ন? তিনি তাঁর সাক্ষাৎকারে বলেছেন, '২৩ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের সময়ই ওকে হাতনাতে ধরা হয়। অন্য এক মহিলার সঙ্গে বিছানায় মাখামাখি অবস্থায় ছিল। ভয়ানক পরিস্থিতি ছিল। ভারতীয় মহিলা ক্রিকেটাররাই ওকে মারধর করে। গোটা পরিবার ঠগবাজ।' তাঁর এই দাবিকে অনেকেই সত্যি বলে মনে করেছেন। বিশেষ করে সেই সেই সময় ঘটা ঘটনাক্রমকে মনে করে বিদনয়নের কথাকে সত্যি বলে মনে করছেন।