বলিউডে তিন খান- শাহরুখ, আমির, সালমান। তবে এই তিনজন সমানভাবে সমাদৃত নয়! এমন মন্তব্য করলেন অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতিথি হয়ে তিনি খোলাখুলি জানালেন, শাহরুখ তাঁর কৈশোরের ক্রাশ, আমিরের সঙ্গে কাজ করার বেজায় ইচ্ছে থাকলেও সলমনকে তিনি চেনেন না।
তিন খানের জনপ্রিয়তা র্যা ঙ্ক করতে গিয়ে মঙ্গা বলেন, “শাহরুখ খান আমার কৈশোরের ক্রাশ। তাঁকে দেখে আমি মুম্বই আসার অনুপ্রেরণা পেয়েছি । যে খানের সঙ্গে ভীষণভাবে কাজ করতে চাই, তিনি হলেন আমির।” সলমনের প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমি তাঁকে চিনি না। মনে হয় না তিনি আমাকে চেনেন। অন্তত আমির এবং শাহরুখের সঙ্গে আমার দেখা হয়েছে। সলমনের সঙ্গে একটিবারও মোলাকাত হয়নি আমার।”
গুনীত মঙ্গা মুম্বাই-ভিত্তিক শিক্ষা এন্টারটেইনমেন্ট-এর প্রতিষ্ঠাতা। তাঁর প্রযোজনা সংস্থা তৈরি করেছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছবি যেমন দ্য লাঞ্চবক্স (২০১৩) মাসান (২০১৫), জুবান (২০১৬), ও পাগলট (২০২১)। এবং ২০১৯ সালে পিরিয়ড। অস্কারজয়ী তথ্যচিত্র এন্ড অফ সেন্টেন্স–এর এক্সকিউটিভ প্রযোজক ছিলেন। এরপর ২০২২ সালে নেটফ্লিক্সের তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স' এর জন্য অস্কার পান। তাঁর সর্বশেষ প্রযোজনা হলো জুগনুমা-দ্য ফেবেল, যেখানে অভিনয় করেছেন মনোজ বাজপায়ী, দীপক ডোবরিয়াল, প্রিয়াঙ্কা বোস, হিরাল সিধু, আওয়ান পোকোট এবং তিলোত্তমা সোম।
অন্যদিকে সলমন খানের সাম্প্রতিক সিনেমা সিকান্দার, কৃষি কা ভাই কিসি কা জান এবং টাইগার ৩ বক্স অফিসে বেশ সাফল্য পাননি। এবার তিনি কাজ শুরু করতে চলেছেন অপূর্ব লাখিয়ার ব্যাটেল অফ গলওয়ান–এ, যা ২০২০ সালের গলওয়ান উপত্যকা যুদ্ধের সাংঘাতিক, বীর্যপূর্ণ গল্প বলবে। বর্তমানে জোরকদমে শুটিং চলছে সে ছবির ।
তিন খানের মধ্যে অনন্য অবস্থান, স্বপ্ন ও অজানা সম্পর্কের খোলাখুলি মন্তব্যে বলিউড অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কিন্তু এক কথায়, গুনীত মঙ্গা দেখালেন, বলিউডের কিংবদন্তি তিন খানের প্রভাব, না কি তাঁর নিজের প্রযোজক চোখে খালি রঙিন ব়্যাঙ্কিং, সেটা একবার শুনলে মনে থাকবে।
