নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ২০০৮ সালে মুক্তি পেয়েছিল 'স্লামডগ মিলিয়নেয়ার'। অস্কারের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছিল ড্যানি বয়েলের ছবি। এরপর কেটে গিয়েছে ১৭ বছর। এবার ফের পর্দায় আসতে চলেছে 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর সিক্যুয়েল? সম্প্রতি মিলেছে এমনই ইঙ্গিত।
লস এঞ্জেলেস-ভিত্তিক প্রযোজনা সংস্থা 'ব্রিজ ৭' 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবির সিক্যুয়েল টিভি স্বত্ব অধিগ্রহণ করেছে। সদ্য চালু হওয়া ব্যানারটি প্রযোজক স্বাতী শেঠি এবং প্রবীণ সিএএ এজেন্ট গ্রান্ট কেসম্যান পরিচালনা করেন। আর তাঁদের তরফেই ফের পর্দায় কালজয়ী ছবির সিক্যুয়েল হওয়ার বিষয়ে আভাস পাওয়া গিয়েছে।
এক বিদেশি সাংবাদিককে তাঁরা বলেছেন, "কিছু গল্প মনে আলাদা জায়গা করে নেয়। 'স্লামডগ মিলিয়নেয়ার' তাদের মধ্যে অন্যতম। ছবিটির গল্প সর্বজনীন, ভৌগোলিক ও সাংস্কৃতিক রেখা অতিক্রম করে আমরা ভালবাসি এমন বিষয় উপস্থাপন করেছে। বিনোদনের সঙ্গে মানব অভিজ্ঞতার সেতুবন্ধন করেছে এই ছবি।"
প্রসঙ্গত, ৮২তম অস্কার অনুষ্ঠানে ঝড় তুলে দিয়েছিল 'স্লামডগ মিলিয়নেয়ার' । ২০০৫ সালে বিকাশ স্বরূপের উপন্যাস 'কিউ অ্যান্ড এ'-এর উপর ভিত্তি করে ছিল ছবির মূল গল্প। অস্কার মঞ্চে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পান এ আর রহমান।
মুম্বইয়ের জুহুর বস্তির জামাল মালিকের কোটিপতি হওয়ার গল্প উঠে এসেছে এই ছবিতে। এই ছবিতে জামালের চরিত্রে দেখা মিলেছিল দেব প্যাটেলের। বিশ্বের দরবারে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। জামালের লিডিং লেডি লতিকার ভূমিকায় অভিনয় করেছেন ফ্রিদা পিন্টো। অস্কারের মঞ্চে সেরা ছবি ও সেরা পরিচালক-সহ মোট ৮টি পুরস্কার জিতে নিয়েছিল ‘স্লামডগ মিলিয়ানিয়ার’।
