নিজস্ব সংবাদদাতা: "মির্জা"র সাফল্যের পরই অভিনেতা, প্রযোজক অঙ্কুশ হাজরার বিরুদ্ধে অভিযোগ আনতে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন | প্রয়োজনে তিনি আর্টিস্ট ফোরামের সাহায্য নেবেন বলেও গুঞ্জন। "মির্জা" মুক্তির পরই এমন কি হলো যে সর্বসমক্ষে এই কথা বললেন অভিনেত্রী?
 অঙ্কুশ হাজরা মোশন পিকচারস প্রযোজিত "মির্জা" মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। অঙ্কুশ-ঐন্দ্রিলার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে দর্শক প্রশংসা করেছেন ছবির। বহু বাধা পেরিয়ে মুক্তি পেয়েছে এই ছবি, তাই মুক্তির পর থেকে দারুন আনন্দে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তবে হঠাৎ করেই প্রযোজক অঙ্কুশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন ঐন্দ্রিলা, শুধু তাই নয় আর্টিস্ট ফোরাম কেও সে কথা জানাবেন বললেন তিনি। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত "আলাপ" ছবির প্রিমিয়ারে দেখা গেল টলিউডের এই জনপ্রিয় জুটিকে। সেখানে "মির্জা"র সাফল্য নিয়ে প্রশ্ন করায় ঐন্দ্রিলা বলে বসলেন, প্রযোজকের থেকে নাকি তিনি এখনও টাকা পাননি, অর্থাৎ প্রযোজক নায়িকাকে ছবি মুক্তির পরও টাকা দেননি। সর্বসমক্ষে এই অভিযোগ আনলেন ঐন্দ্রিলা, পাশাপাশি এও জানালেন যে এবার তিনি বিষয়টাকে নিয়ে আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হবেন। ভাবছেন এ আবার কেমন ঝামেলা?

 আসলে পুরোটাই মজা। এদিন এই কথা বলার সময় ঐন্দ্রিলার পাশেই দাঁড়িয়ে হাঁসছিলেন অঙ্কুশ। এমনকি ঐন্দ্রিলা যখন বললেন তিনি আর্টিস্ট ফোরামের কাছে যাবেন তখন অঙ্কুশের পাল্টা জবাব, যার ভাইস প্রেসিডেন্ট আমি। সকলেই জানেন আর্টিস্ট ফোরামের বড় দায়িত্বে রয়েছেন অঙ্কুশ। আসলে অঙ্কুশ এদিন বলছিলেন সব বাংলা ছবি ক্রমশ ভাল ব্যবসা করুক সেটা তিনি চান, প্রযোজক হয়ে এখন তিনি বুঝতে পারছেন কতটা চাপ, পুরো টাকা এলেই নাকি তিনি তাঁর নায়িকাকে সবটা মিটিয়ে দেবেন। এই কথা বলার পরই ঐন্দ্রিলা মজা করে অঙ্কুশকে নিয়ে এই মন্তব্য করেন। আসলে বাস্তব জীবনে ও সব সময়ই এই ধরনের মজা করতে থাকেন জুটিতে।