কিছু দিন আগেই সেরিব্রাল অ্যাটাক হয়েছিল বাংলাদেশের প্রথম সারির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর। এবার কন্যা ইলহাম নুসরত ফারুকী অসুস্থ। একরত্তি সন্তানের অসুস্থতার খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ইমরোজ তিশা। কচি হাতে চ্যানেল করা। স্যালাইন চলছে। মেয়ের হাত ধরে রেখেছেন মা। এই ছবি দিয়ে তাঁর বার্তা, ‘আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’ কী হয়েছে ইলহামের? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তিশা বলেছেন, ‘‘দু’দিন ধরে প্রচণ্ড জ্বর। ডিহাইড্রেশন হয়েছে। খেতেও পারছে না। তাই হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।’’
সদ্য স্বামীকে নিয়ে বড় ফাঁড়া কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। সন্তানের ক্ষেত্রে তাই আর দেরি করেননি। কোনও ঝুঁকি না নিয়ে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। যদিও চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন, ভয়ের কিছু নেই। আপাতত দিন দু’য়েক হয়তো পর্যবেক্ষণে রাখা হবে। ইলহাম অসুস্থ, এই খবর ছড়াতেই সামাজিক পাতায় দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন অনুরাগীরা। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সবাই তিশাকে।
মাস খানেক আগে বাড়িতে সবার সঙ্গে আড্ডা দিতে দিতে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারুকী। সেই খবরও প্রথম জানান তাঁর অভিনেত্রী স্ত্রী। তাঁর ছোট্ট বার্তা, ‘সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বললো, সিটি স্ক্যান করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ চিকিৎসকদের তৎপরতায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই সময় ইলহাম সারাক্ষণ বাবার পাশেই থাকত। বাংলাদেশ সূত্রে খবর, এখন ফারুকী ভাল েই ছোট্ট মেয়েটি হাসপাতালে।
সদ্য স্বামীকে নিয়ে বড় ফাঁড়া কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। সন্তানের ক্ষেত্রে তাই আর দেরি করেননি। কোনও ঝুঁকি না নিয়ে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। যদিও চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন, ভয়ের কিছু নেই। আপাতত দিন দু’য়েক হয়তো পর্যবেক্ষণে রাখা হবে। ইলহাম অসুস্থ, এই খবর ছড়াতেই সামাজিক পাতায় দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন অনুরাগীরা। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সবাই তিশাকে।
মাস খানেক আগে বাড়িতে সবার সঙ্গে আড্ডা দিতে দিতে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারুকী। সেই খবরও প্রথম জানান তাঁর অভিনেত্রী স্ত্রী। তাঁর ছোট্ট বার্তা, ‘সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বললো, সিটি স্ক্যান করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ চিকিৎসকদের তৎপরতায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই সময় ইলহাম সারাক্ষণ বাবার পাশেই থাকত। বাংলাদেশ সূত্রে খবর, এখন ফারুকী ভাল েই ছোট্ট মেয়েটি হাসপাতালে।
