নোরা ফাতেহি। বলিউডের চর্চিত নাম। কখনও নাচ, কখনও বিতর্কের কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন। তবে এবার চর্চা তাঁর ব্যক্তিগত জীবনকে নিয়ে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, এক ফুটবলারের সঙ্গে সম্পর্কে রয়েছেন নোরা।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনস (AFCON) উপলক্ষে নোরা ফতেহি বিশেষভাবে মরক্কো সফর করেছেন। এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে ২১ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ১৮ জানুয়ারি। সূত্রের দাবি, নোরার এই সফর শুধুমাত্র ফুটবলের প্রতি ভালবাসার কারণেই নয়, এর পেছনে আরও ব্যক্তিগত কারণ থাকতে পারে।

খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি নোরা ও ওই ফুটবলারকে প্রথমে দুবাইয়ে এবং পরে মরক্কোতে একসঙ্গে দেখা যায়। এই দুই জায়গায় একসঙ্গে উপস্থিত থাকার পরই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। এই ঘটনাগুলিই নতুন করে ডেটিংয়ের গুঞ্জন উসকে দিয়েছে।

সূত্র আরও জানিয়েছে, নোরা এবং তাঁর সেই সঙ্গী, দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত গোপন রাখতে পছন্দ করেন। বিশেষ করে নোরা এই মুহূর্তে নিজের কাজ ও পেশাগত দায়িত্বের দিকেই বেশি মনোযোগী।

এখনও পর্যন্ত এই সম্পর্কের গুঞ্জন নিয়ে নোরার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর মধ্যেই সম্প্রতি একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন নোরা। ২০ ডিসেম্বর দুপুর প্রায় ৩টে নাগাদ মুম্বইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে ধাক্কা মারে এক মদ্যপ চালকের গাড়ি। ওই অনুষ্ঠানে নোরার ডিজে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে ওঠার কথা ছিল।

দুর্ঘটনার পর নোরা নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, তিনি মানসিকভাবে কিছুটা ‘ট্রমাটাইজড’। নোরার কথায়, “একজন মদ্যপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়িতে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই জোরাল ছিল যে আমি গাড়ির ভিতর ছিটকে যাই এবং জানালায় মাথা লাগে।”

তিনি আরও বলেন, “আমি বেঁচে আছি এবং এখন ভাল আছি। সামান্য চোট, ফোলাভাব আর হালকা কনকাশন ছাড়া বড় কিছু হয়নি। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। ঘটনা আরও ভয়াবহ হতে পারত। এই অভিজ্ঞতা থেকেই বলছি, কখনও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো উচিত নয়। আমি এমনিতেই অ্যালকোহল একেবারেই পছন্দ করি না।”

দুর্ঘটনার পরেও পেশাদারিত্বের পরিচয় দিয়ে নোরা নিজের কাজ থেকে পিছিয়ে যাননি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি সানবার্নে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন, যা তাঁর অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।