নিজের জন্মদিনে ভক্তদের জন্য বড় চমক নিয়ে এলেন বলিউড সলমন খান। আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’এর টিজ়ার প্রকাশ করলেন তিনি। সলমনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক মিনিটের এই টিজারে তাঁকে দেখা যাচ্ছে এক সাহসী ভারতীয় সেনা অফিসারের ভূমিকায়, যে শত্রুর মুখোমুখি হতে প্রস্তুত।
টিজারের শুরুতেই শোনা যায় সলমন খানের কণ্ঠে একটি দৃপ্ত ভাষণ। যুদ্ধের আগে কীভাবে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হবে, সে বিষয়ে তিনি নিজের সৈনিকদের নির্দেশ দিচ্ছেন। এরপর ক্যামেরায় ধরা পড়ে, সলমন তাঁর বাহিনীকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন শত্রুপক্ষের দিকে। এক দৃশ্যে তাঁকে হাতে একটি লাঠি নিয়ে শত্রুর আক্রমণের জন্য প্রস্তুত থাকতে দেখা যায়। টিজারের শেষে সেই লাঠি দিয়েই এক ব্যক্তিকে আঘাত করে তাঁর চরিত্র।
পুরো টিজার জুড়ে সলমনের চোখে-মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। উচ্চ পার্বত্য অঞ্চলের দুর্গম পরিবেশ এবং যুদ্ধ পরিস্থিতির ঝলকও তুলে ধরা হয়েছে সেখানে। ছবিতে কণ্ঠ দিয়েছেন স্টেবিন বেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন হিমেশ রেশমিয়া, যা টিজারের আবহকে আরও তীব্র করে তুলেছে।
‘ব্যাটল অফ গালওয়ান’ আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এক অনুরাগী লিখেছেন, ‘২০২৬-এ সলমন খান ফিরে আসছেন একেবারে ব্লকবাস্টার নিয়ে।’ আরেকজনের মন্তব্য, ‘এটাই প্রকৃত কামব্যাক ফিল্ম।’ কেউ লিখেছেন, ‘গায়ে কাঁটা দিল! কী দুর্দান্ত ছবি হতে চলেছে।’
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে তুলে ধরা হবে সাহস, আত্মত্যাগ এবং অদম্য মনোবলের গল্প। ছবিতে সলমনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। প্রযোজনার দায়িত্বে রয়েছে সলমন খান ফিল্মস। এই ছবি ২০২০ সালের ভারত-চিন গালওয়ান উপত্যকার সংঘর্ষকে অবলম্বনে তৈরি।
এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছিলেন, এই ছবিটি তাঁর জন্য শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি বলেছিলেন, “এই ছবিটি ভীষণভাবে শরীরের উপর চাপ ফেলে। প্রতি বছর, প্রতি মাস, এমনকি প্রতিদিনই কাজটা আরও কঠিন হয়ে উঠছে। এখন আমাকে আগের চেয়ে অনেক বেশি সময় ট্রেনিংয়ে সময়দিতে হচ্ছে। আগে এক-দু;সপ্তাহে প্রস্তুতি নিতাম, এখন দৌড়নো, লাথি মারা, ঘুষি চালানো, সবই করতে হচ্ছে। এই ছবিটা সেটাই চায়।”
সলমনের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে বিশেষ ব্যবসা করতে পারেনি। অনেকেই ‘ব্যাটল অফ গালওয়ান’কে তাঁর ‘কামব্যাক’ হিসাবে দেখছেন। প্রত্যাশা পূরণ কি করবে এই ছবি? এখন সেটাই দেখার।
