নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক জগতে জনপ্রিয়তার তালিকায় জায়গা করে নিয়েছে আকাশ আট-এর বেশ কিছু ধারাবাহিক। তার মধ্যে উল্লেখযোগ্য 'স্বয়ংসিদ্ধা' ও 'যার যেথা ঘর'। চলতি সপ্তাহে এই দুটি ধারাবাহিকে কী নতুন মোড় আসছে তা জানতে বরাবরই আগ্রহী দর্শক। জানা যাচ্ছে, চলতি সপ্তাহে 'স্বয়ংসিদ্ধা'য় দেখা যাবে

'নিবারণ' ও 'ডাক্তার'-এর চক্রান্তে 'গোবিন্দ' ভুল বোঝে 'চণ্ডী'কে। বাড়ির সবার সামনে 'গোবিন্দ' 'চণ্ডী'কে চরিত্রহীন বলে অপমান করে। এদিকে 'চণ্ডী' বিশ্বাস করতে পারেনা 'গোবিন্দ' যে তার সঙ্গে এই ব্যবহার করতে পারে। 'গোবিন্দ' এরপর 'চন্ডী'কে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। সে কি 'গোবিন্দ'র ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাবে? কোন দিকে মোড় নেবে 'চণ্ডী' ও 'গোবিন্দ'র সম্পর্ক? এই উত্তর মিলবে 'স্বয়ংসিদ্ধা'র আসন্ন পর্বে।


অন্যদিকে, 'যার যেথা ঘর'-এর আগামী পর্বে দেখানো হবে, একদিকে 'ভারতী' গর্ভবতী শুনে তার শ্বশুড় বাড়ি থেকে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, নিজের ফুলসজ্জার রাত থেকেই 'অদিতি'র কাছে পরিষ্কার হয় তার স্বামী আর তার শ্বশুড় বাড়ির লোকজন তাকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে কত বড় ফাঁদে জড়িয়েছে। তার মধ্যে হঠাৎ 'চঞ্চল' বিয়ে করে 'সুরমা'কে বাড়িতে নিয়ে আসে। মিত্র বংশে এই ভাবে বিয়ের ফলে 'আরতি'র ঠাকুমা আর বাবা 'তপনজ্যোতি' ভেঙ্গে পড়ে। এই অবস্থায় কী করে নিজের পরিবারের পাশে দাঁড়াবে 'আরতি'? উত্তর মিলবে 'যার যেথা ঘর'-এর আগামী পর্বে।