নিজস্ব সংবাদদাতা: বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে প্রিয় চ্যানেলগুলির মধ্যে সান বাংলা অন্যতম। চ্যানেলের বিভিন্ন সিরিয়ালের নানা চমক দর্শকদের সিরিয়ালের প্রতি আরো ভালবাসা বাড়াচ্ছে। এবার সান বাংলায় আসছে আরও এক মহাসঙ্গম। এবার একে অপরের পাশে এসে দাঁড়াতে দেখা যাবে 'দ্বিতীয় বসন্ত' ও 'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিক দু'টির কেন্দ্রীয় চরিত্রদের।

জানা যাচ্ছে এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে 'জাগৃতি' আর 'অনিরুদ্ধ'। তাদের পাশে এসে দাঁড়াবে 'কনস্টেবল মঞ্জু'। 'মুনিয়া'কে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় 'মঞ্জু' ও 'অর্জুন'-এর সঙ্গে দেখা হয় 'জাগৃতি' ও 'অনিরুদ্ধ'র। তারা 'ডাক্তার অমিয়' সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। তাই তদন্ত করতে তৎপর হয় 'মঞ্জু'। এদিকে 'অর্জুন'-এর অনিচ্ছা সত্ত্বেও 'মঞ্জু', 'মানসী'র মেয়ে 'শ্রাবণী'র নামে থানায় নিখোঁজ ডায়েরি করে।

'ডাক্তার অমিয়'র অফিসে তদন্তকারী দল ভুয়ো ওষুধের সন্ধান পায়। এরপর 'ডাক্তার অমিয়'কে পাকড়াও করে 'অর্জুন' ও 'অনিরুদ্ধ'। কিন্তু মেয়েটির হদিশ প্রকাশ করার আগেই 'নন্দিনী' তার দিকে গুলি চালিয়ে দেয়। তারপর? জানতে হলে
আগামী ২৫ মে, সান বাংলার একঘন্টার মহাসঙ্গম পর্বে নজর রাখতে হবে।