সংবাদসংস্থা মুম্বই: সম্পর্কে বিচ্ছেদ এখন জলভাত। বিনোদন জগতে সম্পর্ক ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কিন্তু ভাই-বোন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদ করাও এখন নতুন 'ট্রেন্ড'। এবার ভাই-বোনের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন নেহা কক্কর ও টোনি কক্করের বোন গায়িকা সোনু কক্কর। কিছুদিন আগেই সোনুর একটি পোস্ট উত্তেজনা ছড়িয়েছিল নেটিজেনদের মধ্যে।
সমাজমাধ্যমে সোনু লিখেছিলেন, ‘ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের বোন নই। আমার এই সিদ্ধান্ত এসেছে মনের অনেক বড় বেদনা থেকে। আমি আজ সত্যিই ভেঙে পড়েছি!’ সোনু কোক স্টুডিওতে বিশাল দাদলানির সাথে মাদারি ট্র্যাকে গলা মিলিয়ে পেয়েছিলেন পরিচিতি। সঙ্গে বোন নেহার সঙ্গেও জুটি বেঁধে কিছু গান গেয়েছেন তিনি। বেশ কিছু রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনেও দেখা গিয়েছে সোনু কক্করকে। কিন্তু ভাই-বোনের সঙ্গে তাঁর এই বিচ্ছেদ যেন উসকে দিয়েছে পারিবারিক জটিলতা। যদিও ওই পোস্টটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলেছিলেন সোনু।
তবে দিদিকে যে মন থেকে মুছে ফেলেছেন নেহা তা এবার স্পষ্ট করলেন। হাতে একটি নতুন ট্যাটু করিয়েছেন নেহা। যেখানে দুটি হাত একে অপরের আঙ্গুল ধরে রয়েছে। যার অর্থ, সারা জীবন একসঙ্গে থাকবেন তাঁরা। ট্যাটুর একটি হাতে তলায় লেখা, ‘এনকে’ অন্য হাতের তলায় লেখা,‘টিকে’। এভাবেই কি দিদি সোনুকে জীবন থেকে মুছে ফেললেন দুই ভাই-বোন? প্রশ্ন উঠছে নেটপাড়ায়।
