সাড়ে ছ’কোটিরও বেশি ব্যবসা। ৬০ দিনেও অপ্রতিরোধ্য ‘রক্তবীজ’।
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবারও দেখিয়ে দিলেন। ঠিকমতো পরিবেশন করতে পারলে বাঙালি প্রেক্ষাগৃহে যায়। বড় বাজেট, তারকাখচিত হিন্দি ছবি ফেলে হল ভরিয়ে বাংলা ছবি দেখে। এবং লোকমুখে প্রচার এখনও যে কোনও ছবির ভাগ্য গড়ে দিতে পারে। ৫০ দিনে সে কথা দৃঢ় কণ্ঠে জানিয়েছেন ছবির অন্যতম অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। যিনি উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে বহু বছর পরে আবারও বাংলা ছবিতে। এই প্রথম নন্দিতা-শিবুর পরিচালনায় জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী। মুখ্য আকর্ষণ অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, দেবাশিস মণ্ডল, অম্বরীশ ভট্টাচার্য, পার্থসারথি দেব, গুলসানারা খাতুন প্রমুখ।
এবছরের পুজোয় প্রথম নন্দিতা-শিবুর ছবি। এই প্রথম তাঁরা থ্রিলার বানালেন। কতটা নেবে দর্শক? বুক ঢিপঢিপ ছিলই। ছবি মুক্তি পেতেই ম্যাজিক! একেক জন দর্শক দুবার করে ‘রক্তবীজ’ দেখছেন! ফাঁড়া তারপরেও কাটেনি। ছবিমুক্তির তিন সপ্তাহের মধ্যে দীপাবলি। এবারের আলোর উৎসব সলমন খানের। তিনি এবং ক্যাটরিনা কইফ অভিনীত ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে এই সময়। সেই সময় শোনা গিয়েছিল, ছবিটির পরিবেশকেরা নাকি চারটে শো না পেলে ছবি ছাড়বেন না! বাকি পুজোমুক্তি ছবির প্রযোজকেরা প্রতিবাদে সামিল হবেন বলে জানিয়েছিলেন। আজকাল ডট ইনকে তখন শিবপ্রসাদ বলেছিলেন, ‘‘হাতে তিন সপ্তাহ। তার মধ্যে আমাদের ছবির ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। দর্শক দেখলে ছবি চলবে। এক্ষুণি এই বিষয় নিয়ে ভাবছি না।’’ পরিচালক প্রতিটি বাত্য সত্যি প্রমাণিত হয়েছে। দর্শকদের ভালবাসার কাছে ম্লান সলমনীয় ক্যারিশ্মা। এরপর রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। বিশ্বে এখনও পর্যন্ত ৮০০ কোটি ব্যবসা করে ফেলেছে ছবিটি। কিন্তু রক্তবীজ-এর গায়ে কোনও আঁচড় পড়েনি।
পুরো ঘটনার জন্য দর্শকদের কাছে কৃতজ্ঞ পরিচালকজুটির অন্যতম নন্দিতা রায়। আজকাল ডট ইনকে তিনি বলেছেন, ‘‘রক্তবীজ’ ৬০ দিনে পা রাখল। আমাদের সত্যিই গর্বের দিন। সবটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। দর্শক পাশে না থাকলে ছবিটা বোধহয় এতদিন চলত না।’’ তাঁর আরও দাবি, উৎসবের মরশুম বলে এত বাণিজ্য তা কিন্তু নয়। তিনিও জানেন, পুজোর পরে একের পর এক উদযাপন। মানুষ উপভোগের মেজাজে থাকে। সেটা হয়নি। তিনি শুনেছেন, ছবিটি একাধিক বার দেখেছেন বহুজন। ছবির গল্প ভাল না লাগলে এটা হত না।
বড়দিনের আগে শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তি পাবে। তখনও কি একই ভাবে রক্তবীজ অপ্রতিরোধ্য থাকবে? পরিচালকের কথায়, ‘‘দর্শকেরা চাইলে এই ছবি ১০০ দিন রমরমিয়ে চলবে।’’ একই সঙ্গে দর্শকদের প্রতি তাঁর অনুরোধ, সবাই ছবিটির পাশে থাকুন। যাতে ৫০ দিনের মতো সবাইকে নিয়ে ১০০ দিন পালন করতে পারে প্রযোজনা সংস্থা।
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবারও দেখিয়ে দিলেন। ঠিকমতো পরিবেশন করতে পারলে বাঙালি প্রেক্ষাগৃহে যায়। বড় বাজেট, তারকাখচিত হিন্দি ছবি ফেলে হল ভরিয়ে বাংলা ছবি দেখে। এবং লোকমুখে প্রচার এখনও যে কোনও ছবির ভাগ্য গড়ে দিতে পারে। ৫০ দিনে সে কথা দৃঢ় কণ্ঠে জানিয়েছেন ছবির অন্যতম অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। যিনি উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে বহু বছর পরে আবারও বাংলা ছবিতে। এই প্রথম নন্দিতা-শিবুর পরিচালনায় জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী। মুখ্য আকর্ষণ অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, দেবাশিস মণ্ডল, অম্বরীশ ভট্টাচার্য, পার্থসারথি দেব, গুলসানারা খাতুন প্রমুখ।
এবছরের পুজোয় প্রথম নন্দিতা-শিবুর ছবি। এই প্রথম তাঁরা থ্রিলার বানালেন। কতটা নেবে দর্শক? বুক ঢিপঢিপ ছিলই। ছবি মুক্তি পেতেই ম্যাজিক! একেক জন দর্শক দুবার করে ‘রক্তবীজ’ দেখছেন! ফাঁড়া তারপরেও কাটেনি। ছবিমুক্তির তিন সপ্তাহের মধ্যে দীপাবলি। এবারের আলোর উৎসব সলমন খানের। তিনি এবং ক্যাটরিনা কইফ অভিনীত ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে এই সময়। সেই সময় শোনা গিয়েছিল, ছবিটির পরিবেশকেরা নাকি চারটে শো না পেলে ছবি ছাড়বেন না! বাকি পুজোমুক্তি ছবির প্রযোজকেরা প্রতিবাদে সামিল হবেন বলে জানিয়েছিলেন। আজকাল ডট ইনকে তখন শিবপ্রসাদ বলেছিলেন, ‘‘হাতে তিন সপ্তাহ। তার মধ্যে আমাদের ছবির ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। দর্শক দেখলে ছবি চলবে। এক্ষুণি এই বিষয় নিয়ে ভাবছি না।’’ পরিচালক প্রতিটি বাত্য সত্যি প্রমাণিত হয়েছে। দর্শকদের ভালবাসার কাছে ম্লান সলমনীয় ক্যারিশ্মা। এরপর রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। বিশ্বে এখনও পর্যন্ত ৮০০ কোটি ব্যবসা করে ফেলেছে ছবিটি। কিন্তু রক্তবীজ-এর গায়ে কোনও আঁচড় পড়েনি।
পুরো ঘটনার জন্য দর্শকদের কাছে কৃতজ্ঞ পরিচালকজুটির অন্যতম নন্দিতা রায়। আজকাল ডট ইনকে তিনি বলেছেন, ‘‘রক্তবীজ’ ৬০ দিনে পা রাখল। আমাদের সত্যিই গর্বের দিন। সবটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। দর্শক পাশে না থাকলে ছবিটা বোধহয় এতদিন চলত না।’’ তাঁর আরও দাবি, উৎসবের মরশুম বলে এত বাণিজ্য তা কিন্তু নয়। তিনিও জানেন, পুজোর পরে একের পর এক উদযাপন। মানুষ উপভোগের মেজাজে থাকে। সেটা হয়নি। তিনি শুনেছেন, ছবিটি একাধিক বার দেখেছেন বহুজন। ছবির গল্প ভাল না লাগলে এটা হত না।
বড়দিনের আগে শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তি পাবে। তখনও কি একই ভাবে রক্তবীজ অপ্রতিরোধ্য থাকবে? পরিচালকের কথায়, ‘‘দর্শকেরা চাইলে এই ছবি ১০০ দিন রমরমিয়ে চলবে।’’ একই সঙ্গে দর্শকদের প্রতি তাঁর অনুরোধ, সবাই ছবিটির পাশে থাকুন। যাতে ৫০ দিনের মতো সবাইকে নিয়ে ১০০ দিন পালন করতে পারে প্রযোজনা সংস্থা।
