নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'বহুরুপী'র প্রথম ঝলক। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রথম ঝলক থেকেই মিলল অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির টাটকা স্বাদ। এবং অবশ্যই চরিত্রদের নজরকাড়া লুক। শিবপ্রসাদ থেকে আবির, কৌশানি থেকে ঋতাভরী- ছবির প্রতিটি মুখ্য চরিত্রের অন্যরকম লুক দেখে ইতিমধ্যেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। বহুরূপী' যে পরিচালকের পাশাপাশি অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কেরিয়ারে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে তার ইঙ্গিত ছবির প্রথম ঝলক থেকেই পাওয়া গেল।

 

'বহুরূপী'র জন্য ১০কেজি ওজন কমিয়েছিলেন শিবপ্রসাদ। অ্যাকশন দৃশ্য করতে গিয়ে গুরুতর জখমও হয়েছিলেন তিনি। সম্পূর্ণ নয়া অবতারে দেখা গিয়েছে তাঁকে। গালভাঙা, টানটান মেদহীন চেহারার সঙ্গে চোখে সতর্ক দৃষ্টি। ওদিকে বন্দুক হাতে 'রাফ অ্যান্ড‌‌ টাফ' পুলিশ অফিসাররূপী আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে যে তাঁর জমাটি অ্যাকশন পর্ব রয়েছে ছবির এই প্রথম ঝলকে তার হদিস স্পষ্ট। এছাড়াও ডিগ্ল্যাম রূপে পলাশের মালা জড়িয়ে পর্দায় ধরা দিলেন 'ঝিমলি' কৌশানি। রয়েছেন 'গিন্নি'রূপী ঋতাভরীও। 

পরিচালক নন্দিতা রায় জানান, প্রায় ১২ বছরের চিন্তাভাবনার ফসল 'বহুরূপী'। ৮৪টির ও বেশি জায়গায় ৩৪ দিন ধরে ছবির শুটিং চলেছে। বাংলা ছবির দর্শক যে এরকম ধরনের 'চেজিং অ্যাকশন সিকোয়েন্স ' আগে দেখেননি, সেই বিষয়ে নিশ্চিত তিনি। তাঁর কথায়, "আমাদের লক্ষ্য ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ড্রামার ঘরানাকে নতুন আঙ্গিকে পেশ করা। আশা রাখছি, দর্শকের আমাদের এই প্রচেষ্টা ভাল লাগবে"।

 

আর শিবপ্রসাদ? তিনি কী বলছেন? পরিচালক-অভিনেতা বললেন, " এই ছবি নিয়ে আমি নিজেও ভীষণ উত্তেজিত। আমার অভিনীত চরিত্র 'বিক্রম' এ ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র।আলাদা করে বলব নন্দিতা রায় এবং উইন্ডোজ সংস্থার কথা, যাদের কাছে আমি কৃতজ্ঞ এরকম ছবির সঙ্গে আমাকে যুক্ত করার জন্য। ছবি নিয়ে শুধু এটুকু বলব, এই তো সবে শুরু। এখনও অনেক কিছু বাকি রয়েছে..."