'ডাম্ব' আখ্যা পাওয়া মিস মেক্সিকোর মাথাতেই শেষ পর্যন্ত ব্রহ্মাণ্ড সুন্দরী অর্থাৎ মিস ইউনিভার্সের তাজ উঠল! ২০২৫ সালের মিস ইউনিভার্স হলেন মিস মেক্সিকো ফতিমা বস। চলতি বছরের মিস ইউনিভার্সের মূল পর্ব অনুষ্ঠিত হল ২১ নভেম্বর। 

থাইল্যান্ডের পাক ক্রেটের দ্য ইম্প্যাক্ট চ্যালেঞ্জার হলে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হল ২১ নভেম্বর। স্থানীয় সময় অনুষয়ী সকাল ৮টায় শুরু হয় অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী সেটা সকাল সাড়ে ৬টা। 

এবারের মিস ইউনিভার্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন মনিকা বিশ্বকর্মা। তিনি ২০২৫ সালের মিস ইন্ডিয়া হয়েছিলেন। কিন্তু চতুর্থ বারের জন্য তিনি দেশে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব এবং তাজ নিয়ে আসতে পারলেন না। তবে সেরা ৩০-এ তিনি জায়গা করে নিয়েছিলেন। শেষ হাসিটা হাসা হল না তাঁর। এমনকী তিনি সেরা ১২-তেও জায়গা অর্জন করতে পারেননি। সেরা ১২ এ চিলি, কলম্বিয়া, মেক্সিকো, ভেনেজুয়েলা, চিন, থাইল্যান্ড, ইত্যাদি দেশের প্রতিনিধিরা ছিলেন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২৫ সালের মিস ইউনিভার্স হয়েছেন যিনি, অর্থাৎ ফতিমা সম্প্রতি একটি বিতর্কে জড়ান। থাই পরিচালক নওয়াত ইটসারাগ্রিসিল তাঁকে 'বোকা-হাবা' বলে বিদ্রুপ করেন। তাও কিনা একটি লাইভ ইভেন্টে। তবে সেসবই অতীত। 

এই খেতাব জিতে কী কী পেলেন ফতিমা? জানা যাচ্ছে ২০২৪ সালের বিজয়ী যত পরিমাণ অর্থ পেয়েছিলেন অর্থাৎ আড়াই লাখ ডলার পাবেন তিনিও। সঙ্গে প্রতি মাসে ৫০ হাজার ডলার মাইনে পাবেন তাঁর কাজের জন্য ভ্রমণ, বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকা সহ অন্যান্য যা যা জিনিসের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ এই এক বছরে সেসবের জন্য। নিউ ইয়র্ক সিটিতে একটা বিলাসবহুল ফ্ল্যাটও পাবেন তিনি।

চলতি বছরের মিস ইউনিভার্সের মঞ্চে সেরা পাঁচ সুন্দরী কারা হলেন জেনে নিন। প্রথমেই রয়েছেন মিস মেক্সিকো, দ্বিতীয় হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। তৃতীয় স্থান দখল করেছেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি। চতুর্থ হয়েছেন ফিলিপিন্সের আতিশা মানালো। এবং পঞ্চম স্থানে রয়েছেন কোট ডি আইভোরের অলিভিয়া ইয়েস। 

২০২৫ সালের মিস ইউনিভার্সের থিম ছিল দ্য পাওয়ার অফ লাভ। এটা মূলত একতা, এমপাওয়ারমেন্ট এবং স্থিতিশীলতায় ফোকাস করেছিল। বিচারকের আসনে ছিলেন সাইনা নেহওয়াল, লুই হেরেদিয়া, নাতালি গ্লেবোভা, প্রমুখ। এবারের অনুষ্ঠানটি বিশেষ সুস্থভাবে অনুষ্ঠিত হয়নি। রিগিংয়ের অভিযোগের পাশাপাশি, একাধিক অভিযোগ ওঠায় ৩ বিচারক পদত্যাগ করেন। 

আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের মিস ইউনিভার্স অনুষ্ঠিত হবে পুয়ের্তো রিকোতে। এই বিউটি পেজেন্টের ৭৫ তম বছর হবে সেটি।