নিজস্ব সংবাদসংস্থা :  টলিউডের এখন একের পর এক বিয়ে, কিন্তু তা বলে নকল বিয়ে? তাও আবার প্রাক্তন বরের থেকে একমাত্র সন্তানকে বাঁচাতে এই ঘটনা। চমকে যাবেন না, কারণ ঘটনাটা বাস্তবে নয় আসলে পর্দায়।

ভালোবাসা এবং যুদ্ধের ক্ষেত্রে সবই ঠিক, আর তাই খোয়াইয়ের মেয়ে এবং সংসার কে বাঁচাতে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে সায়ন এবং খোয়াই। কালার্স বাংলার সোহাগ চাঁদ ধারাবাহিকে এই জুটিকে বেশ মনে ধরেছে দর্শকদের, মজার জুটি এবং অবশ্যই মিষ্টি একটি জুটি। খোয়াইয়ের জীবনে সায়ন আসার পর অনেক কিছুই বদলেছে কিন্তু প্রাক্তন স্বামী অর্ণ কিছুতেই ভালো থাকতে দেবেনা খোয়াই এবং তাঁর মেয়েকে । মেয়ের কাস্টডি পাওয়ার জন্য আদালত কে ভুল বোঝাতেও পিছপা হয়নি অর্ণ। তবে এবার আইনি পথে হেটেই বাজিমাত করতে চলেছে খোয়াই, যদিও এই প্ল্যানিং সম্পূর্ণই তার আইনজীবীর, এবং সঙ্গে রয়েছে সোহাগ ও চাঁদ। খোয়াই এবং অর্ণর বিচ্ছেদ হয়ে গেছে অনেকদিন আগেই, তাই খোয়াইয়ের এর নতুন জীবন শুরু করতে কোন বাধা নেই। সেই কারণে কাউকে কিছু না বলেই এক কালীমন্দিরে বিয়ে দেওয়া হয় খোয়াইয়ের, আর পরের দিনই আদালতে হাজির বিয়ের সার্টিফিকেট।  খেলা জমে এবার জমজমাট। কিন্তু অর্ণ কি এবার দমে যাবে? নাকি আবারও নতুন চাল চেলে বিপদে ফেলবে খোয়াইকে? সেটা তো বলবে সময়। তবে এই ধারাবাহিকে কিছুদিন পরপরই আসে নানান চমক, সোহাগ ও চাঁদের আসল বিয়ে উপভোগ করেছেন দর্শকেরা। সায়ন ও খোয়াইয়ের এই হঠাৎ করে বিয়ে কেমন হতে চলেছে? এছাড়াও নতুন  আর কি কি হবে তা জানার জন্য অবশ্যই দেখতে হবে কালার্স বাংলায় সোহাগ চাঁদ।