নিজস্ব সংবাদদাতা: সংবাদপত্রে পাত্র-পাত্রীর জন্য বিজ্ঞাপন নতুন কিছু নয়, তবে জাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়েদের জন্য বিয়ের বিজ্ঞাপন দেখে অনেকেই অবাক। এক প্রথম সারির পত্রিকায় মেয়েদের জন্য পাত্র খোঁজার বিজ্ঞাপন দেওয়া হলন সরকার পরিবারের তরফে। 

 

জাদুকর পি সি সরকার জুনিয়র এবং জয়শ্রী সরকারের তিন মেয়ে- মানেকা, মৌবনী এবং মুমতাজ সরকার। তিন মেয়েই অবিবাহিতা, তবে অবশ্যই নিজেদের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বড় মেয়ে মাইক তাঁর পারিবারিক ঐতিহ্যকেই পেশা করেছেন। টলিপাড়ার পরিচিত মুখ মৌবনী। অন্যদিকে, মুমতাজ টলিউডের পাশাপাশি কাজ করছেন বলিউডেও। তবে এবার তিন মেয়ের জীবনের নতুন অধ্যায়ের পরিকল্পনা করছেন বাবা ও মা, সেই কারণেই সম্ভবত এই বিজ্ঞাপন। 

 

কী লেখা রয়েছে এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে? “জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র এবং জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ উপযুক্ত সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই।” লেখার নীচে দেওয়া রয়েছে যোগাযোগের জন্য মোবাইল নম্বরও। তবে এই বিজ্ঞাপন গতকাল পত্রিকায় বেরোনোর পর থেকেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল। নেটপাড়ায় প্রশ্ন উঠেছে, এত খ্যাতনামা জাদুকরের মেয়েদের জন্য পাত্রের অভাব? বাকি সাধারণ মানুষের মতো সংবাদ পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন? যা দেখে অবাক হয়েছেন অনেকেই। এক নেটিজেন মজা করে লিখেছেন, “এই সময়ে জাদুর প্রয়োজন সরকার পরিবারের-ই”। অন্য এক নেট ব্যবহারকারী লিখেছেন, “এটা সত্যি না ম্যাজিক?”

 

 

তবে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য বহু মানুষ যেভাবে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন, সেই একই রাস্তাতে হাঁটলেন জাদুসম্রাটও। এবার এই বিজ্ঞাপনের মাধ্যমে তাঁর মেয়েরা সঠিক জীবনসঙ্গী খুঁজে পান কি না, সেটাই এখন দেখার।