বলিউডের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেতা মানোজ বাজপেয়ী ফের ওটিটিতে হাজির হচ্ছেন এক অচেনা অথচ আকর্ষণীয় চরিত্রে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ইন্সপেক্টর জেন্দে’–এর ট্রেলার। মুক্তির পর থেকেই দর্শকদের কৌতূহল তুঙ্গে, কারণ এখানে একসঙ্গে মিশে গিয়েছে তীক্ষ্ণ অপরাধ–রহস্য আর হিউমারের খুনসুটি।
কে এই ইন্সপেক্টর জেন্দে? ছবির গল্প গড়ে উঠেছে এক দুঃসাহসী পুলিশ অফিসারের জীবনে। বাস্তবের মুম্বই পুলিশের সাহসী অফিসার মাধুকর জেন্দের অনুপ্রেরণায় তৈরি এই পর্দার চরিত্র। যিনি একসময় ধরেছিলেন ইন্টারপোলের ওয়ান্টেড কুখ্যাত অপরাধী কার্ল ভোজরাজকে। নাম থেকেই অনুমেয় কোন কুখ্যাত আন্তর্জাতিক অপরাধীর বিষয়ে বোঝাতে চেয়েছেন নির্মাতারা। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, বহু বছর আগে ধরা পড়ার পর কার্ল ফের তিহার জেল থেকে পালিয়ে ইউরোপে গা–ঢাকা দেয়। তখনই ফের মাঠে নামেন ইন্সপেক্টর জেন্দে—তাঁর পুরনো শত্রুকে ধরতে।
মানোজ বনাম জিম, মুখোমুখি লড়াই!
এই ছবিতে কুখ্যাত অপরাধীর চরিত্রে অভিনয় করছেন জিম সারভ। ঠান্ডা মেজাজ, শয়তানি হাসি আর বুদ্ধির খেলায় দর্শককে চমকে দিয়েছেন তিনি। অন্যদিকে মানোজ বাজপেয়ী পুরো জেন্দে রূপে যেন একেবারে লার্জার দ্যান লাইফ। তীক্ষ্ণ বুদ্ধি, নির্ভীক ভঙ্গি আর মুম্বইয়ের মাটির টান—সব মিলিয়ে চরিত্রটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন।
ট্রেলারে কী কী রোমাঞ্চ ঠাসা? ‘ইন্সপেক্টর জেন্দে’–এর ট্রেলারের শুরু থেকেই এক তীব্র ছন্দ—কখনও বিদেশি রাস্তায় তাড়া, কখনও পুলিশের কনফিডেন্স, আবার কোথাও অচিরেই ভেসে ওঠে ব্যঙ্গ-হাস্যরসের ঝলক। নিছক অপরাধ–রহস্য নয়, ছবির ট্রেলারে দর্শক পাচ্ছেন মুম্বই পুলিশের জীবনের সহজ–সরল খুনসুটি, যা আলাদা মাত্রা এনেছে।
ট্রেলার মুক্তির দিন বাজপেয়ী বলেন, “জেন্দে কোনও দিন খ্যাতি বা নায়কত্বের পিছনে ছোটেননি। তিনি নিজের কাজ করতেই ব্যস্ত ছিলেন। অথচ সেই কাজের মধ্যেই দু’বার ধরতে পেরেছিলেন এক কুখ্যাত অপরাধীকে। তাঁর এই সাহস, সহজ-সরল রসবোধ আর মুম্বইয়ের ঘ্রাণটাই আমাকে টেনেছে।”
তা কবে দেখা যাবে এই ছবি? চিন্ময় মান্ডলেকর পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে ৫ সেপ্টেম্বর, ২০২৫–এ, নেটফ্লিক্সে। ট্রেলার দেখে ইতিমধ্যেই দর্শক মহলে শুরু হয়েছে আলোড়ন। কেউ বলছেন, “মানোজকে এমন রূপে আগে কখনও দেখা যায়নি”, কেউ আবার উচ্ছ্বাসে লিখেছেন, “জিম সারভ যেন আসল ভোজরাজ হয়ে উঠেছেন।”
অতএব, একদিকে বাস্তবের ইতিহাস, অন্যদিকে তার নাটকীয় পুনর্নির্মাণ—সব মিলিয়ে ‘ইন্সপেক্টর জেন্দে’ যে আসন্ন দিনে দর্শককে নতুন রোমাঞ্চ উপহার দিতে চলেছে, তা বলাই বাহুল্য।
অন্যদিকে, মনোজের নতুন ছবি গ্যাংস্টার, হরর আর হিউমারের ককটেল হতে চলেছে — নাম ‘পুলিশ স্টেশন মেঁ ভূত’। এই প্রথম হরর-কমেডি ছবি বানাতে চলেছেন ‘রামু’ আর সঙ্গে মনোজ বাজপেয়ীর কমিক টাইমিং মানেই সোনায় সোহাগা। থাকছে উচ্চমানের ভিজ্যুয়াল এফেক্টস, রক্ত হিম করা আতঙ্কের ছোঁয়া আর তার সঙ্গে পেটে খিল ধরে যাওয়ার মতো মজা। এই ছবি নিয়ে পরিচালক বললেন, “ 'সত্যা' আর 'রঙ্গীলা'-র পর নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এবার ফিরে আসছি অন্যরকম জঁর নিয়ে। ‘সিন্ডিকেট’ দিয়ে ফিউচারিস্টিক থ্রিলার শুরু করেছি। আর ‘পুলিশ স্টেশন মেঁ ভূত’ দিয়ে একটা সম্পূর্ণ অন্য ঘরানায় খেলতে নামছি।”
এইমুহূর্তে মনোজ বাজপেয়ী অবশ্য ব্যস্ত ‘সাইলেন্স ২’, ‘ডেসপ্যাচ’-এর মতো ছবি নিয়ে। কিন্তু এই হরর কমেডিতে 'ফ্যামিলি ম্যান' নায়কের পারফরম্যান্স দেখার জন্য আপাতত হায়দরাবাদ থেকে হরিদ্বার—সব জায়গার হিন্দিছবিপ্রেমী দর্শকের চোখ এখন রাম গোপালের এই ছবির দিকে।
