নিজস্ব সংবাদসংস্থা: বিনোদন জগতে দু:সংবাদ। সিনেমার পর্দার জনপ্রিয় অভিনেতা চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ৩৭ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন মালয়ালম অভিনেতা নির্মল বেনি। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।

শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতার। ‘আমেন’ ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন নির্মল। দুঃসংবাদটি তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং প্রযোজক সঞ্জয় পাডিয়ুর সকলকে জানিয়েছেন। ফেসবুকে একটি পোস্টে সঞ্জয় জানান যে তিরুবন্তপুরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নির্মলের। তিনি লেখেন, “ আমার প্রিয় বন্ধুকে বিদায় জানাচ্ছি... 'আমেন'-এর কোচান চরিত্রে এবং আমার 'দোরাম'--এর মুখ্য চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমার প্রিয় বন্ধুর আত্মা শান্তিতে থাকুক।”

কৌতুক শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন নির্মল। ২০১২ সালে ‘নবগাথারক্কু স্বাগতম’ ছবির হাত ধরে সিনেমার জগতে পা রাখেন তিনি। ছবিটি কালাভুর রবিকুমারের গল্পে পরিচালনা করেছিলেন জয়কৃষ্ণ করণভার। এরপর একে একে ‘আমেন’ ও ‘দুরাম’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন নির্মল। লিজো হোসে পেলিসারির  'আমেন'-এ পুরোহিতের ভূমিকায় এবং 'ডুরাম'-এ মুখ্য চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি। নির্মল বেনির মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই মালায়ালম চলচিত্র শিল্পে শোকের ছায়া নেমে এসেছে। শোক বার্তা ভেসে এসেছে সব মহল থেকেই। 

শুধু অভিনয় নয়, ইউটিউব জগতেও নির্মলের পরিচিতি রয়েছে। ইউটিউবে তাঁর  উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে ডিজিটাল জগতে ছাপ রেখে গেছেন প্রয়াত অভিনেতা। তাঁর অকালে মৃত্যুতে ভারাক্রান্ত অনুরাগীরা।