ভারতের সিনেমা ইতিহাসে তৈরি হতে চলেছে এক নজিরবিহীন মুহূর্ত। এস. এস. রাজামৌলির বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘গ্লোবট্রটার’-এর প্রথম ঝলক উন্মোচন হতে চলেছে এক অভূতপূর্ব আয়োজনে। আসছে শনিবার, ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে, জিওহটষ্টার সরাসরি সম্প্রচার করবে এই গ্লোবাল প্রিমিয়ার ইভেন্ট, যেখানে উপস্থিত থাকবেন রাজামৌলি নিজে, মহেশ বাবু, প্রিয়ঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান এবং আরও অনেক তারকা।
ইভেন্টটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে, যেখানে ৫০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে। প্রথম লুক ও টিজারটি উন্মোচিত হবে ১৩০ ফুট বাই ১০০ ফুট-এর বিশাল পর্দায়, যা ভারতের সবচেয়ে বড় স্ক্রিন। সেই মুহূর্তেই আলোয় ঝলমল করবে আকাশ, সঙ্গে থাকবে দৃষ্টিনন্দন আতসবাজি ও লাইভ মিউজিক পারফর্ম্যান্স।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকের সরাসরি রিলিজ- শ্রুতি হাসান ও র্যারপার ডিভাইন মঞ্চ মাতাবেন তাদের বিদ্যুৎ-ঝলকানো পারফর্ম্যান্সে। এরপর উন্মোচিত হবে তিন মিনিটের এক মহাকাব্যিক টিজার, যেখানে দর্শক প্রথমবার দেখতে পাবেন মহেশ বাবুর নতুন অবতার- আফ্রিকার মাসাই মারার প্রেক্ষাপটে শ্যুট করা এই দৃশ্যগুলো নাকি হবে চোখ ধাঁধানো!
রাজামৌলি বলেন, “এই লঞ্চ শুধু আমাদের ছবির জন্য নয়, সিনেমা ও দর্শকের সম্পর্কের জন্যও এক নতুন অধ্যায়। জিও হটস্টার-এর মাধ্যমে সারা দেশ ও বিদেশে এই মুহূর্ত একসঙ্গে ভাগ করা- সেটাই ‘গ্লোবট্রটার’-এর আসল চেতনা।”
অন্যদিকে মহেশ বাবু জানান, “রাজামৌলির সঙ্গে কাজ করা নিজেই এক অভিজ্ঞতা। এবার প্রথম ঝলক প্রকাশ পাচ্ছে লাইভ ইভেন্টে, এটা শুধু সিনেমা নয়, ইতিহাসের অংশ হয়ে যাওয়ার মতো এক মুহূর্ত।” বাংলা, ইংরেজি ও তেলুগু- তিন ভাষায় মুক্তি পাবে এই টিজার। রাজামৌলির বাহুবলী ও আরআরআর–এর পর ‘গ্লোবট্রটার’ নিয়েই এখন উত্তেজনায় ফেটে পড়েছে সিনেমাপ্রেমীরা।
শেষমেশ একটাই প্রশ্ন- রাজামৌলির এই ‘বিশ্বভ্রমণ’-এ ভারতীয় সিনেমা এবার কতটা উঁচুতে উড়বে? সব উত্তর পাওয়া যাবে ১৫ নভেম্বর সন্ধ্যায়, যখন ইতিহাস গড়বে ‘গ্লোবট্রটার’-এর আকাশছোঁয়া পর্দা!
