সংবাদসংস্থা মুম্বই : সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী ও জাহির ইকবাল। ভিনধর্মের বিয়েতে নাকি সম্মতি ছিল না সোনাক্ষীর পরিবারের। কিন্তু তারপরেও মেয়ের কথা চিন্তা করে বিয়েতে সোনাক্ষী-জাহিরের পাশে থেকেছেন বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহা। কিন্তু বিয়েতে দেখা যায়নি বড় ভাই লব সিনহাকে। যদিও উপস্থিত ছিলেন আর এক ভাই কুশ। 

জাহিরের সঙ্গে বোনের সম্পর্ক মেনে নিতে পারেননি লব। এবার সেই ইঙ্গিত আরও একবার ফুটে উঠলো তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। বাবা-মার বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে লব একটি ছবি ভাগ করে নেন নেট দুনিয়ায়। সেখানে দেখা যায় পরিবারের সবাইকে। কিন্তু বাদ পড়েন সোনাক্ষী। যদিও আসল ছবিতে ছিলেন তিনি। কিন্তু এখন বাবা, মাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে লবই ওই ছবি থেকে বাদ দেন বোনকে। 
ছবির সঙ্গে লব লেখেন, "আমার বাবা মা-ই সবার সেরা। তোমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই। তোমাদের সন্তান হিসেবে জন্মগ্রহণ করে গর্বিত।"

তবে কি সত্যিই সোনাক্ষী-জাহিরের বিয়ে মানতে পারেননি তিনি ? বোনের উপর রাগ করেই বারবার তাঁর থেকে দূরে সরে থাকতে চাইছেন ? যদিও এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি লব সিনহা।