অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত দমফাটা হাসির ছবি কীর্তন মুক্তি পেয়েই মন জয় করে ছিল দর্শকের। এবার আসছে সেই ছবির সিক্যুয়েল। ছবির নাম ‘কীর্তনের পর কীর্তন’, যা মুক্তি পাবে ৯ জানুয়ারি। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এ ছবিও যে হতে চলেছে কীর্তনের মতোই দমফাটা হাসির, তা ট্রেলার থেকেই স্পষ্ট। হাসির রেশ এবার আরও গাঢ়, আরও প্রাণখোলা।  

 


‘কীর্তন’ ছবিতে দর্শক পেয়েছিল অরুণিমা ঘোষ ও গৌরব চট্টোপাধ্যায়ের জুটিকে। আর শ্বশুরের ভূমিকায় পরান বন্দ্যোপাধ্যায়। সে ছবির সিক্যুয়েলেও অভিনেতারা থাকছেন তাঁদের প্রিক্যুয়েল ছবির চরিত্রেই। তবে এবারে এই দল ভারী হয়েছে। পরান বন্দ্যোপাধ্যায়ের জীবনে এসেছেন এক নতুন মানুষ, যার ফলে এই সংসারে আসছে একের পর এক টুইস্ট। কে তিনি? অভিনেত্রী লাবণী সরকার। 

 

 

 

ট্রেলারেই স্পষ্ট ‘কীর্তনের পর কীর্তন’-এ ভালবাসা ব্যাপারটা বেশ নানানরকমভাবে জাঁকিয়ে বসে রয়েছে। এ ছবিতেও রয়েছে উত্তর কলকাতা, রয়েছে শ্বশুর আর বউমার সাংঘাতিক ঝগড়া। তবে ছবির ট্রেলার কিন্তু স্রেফ এই দু'টি বিষয় দেখিয়েই থেমে থাকেনি। ‘কীর্তনের পর কীর্তন’-এর ট্রেলারে যেমন দুই বয়স্ক মানুষের প্রেম রয়েছে তেমনই দেখানো হয়েছে বিবাহোত্তর জীবন দম্পতির প্রেম (গৌরব-অরুণিমা)।  রয়েছে শ্বশুর-পুত্রবধূর নিরন্তর ছেলেমানুষি তু তু ম্যায় ম্যায় -এর, তেমন আবার রয়েছে ইঙ্গিত বয়স্ক দম্পতির নবজাতকের আগমনের। সেখানেই এ ছবির সঙ্গে খানিক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বাধাই হো’ ছবির গল্পের। তবে তুলনায় না গিয়ে, এই গল্প নিজের মতো করেই হাসি আর পরিস্থিতিগত কমেডির ভরসায় এগোতে চায়।এবং এর সবকিছুর সঙ্গে রয়েছে হাসি ও নির্ভেজাল মজার রুচিসম্মত পরত, যা এই ছবির ট্রেলারকে আরও ঝকঝকে ও রসে টইটুম্বুর করে তুলেছে। সেই কারণেই ‘কীর্তনের পর কীর্তন’-এর ট্রেলার দেখেই বোঝা যায়, ছবিটি দর্শককে আবারও হাসির এক প্রাণখোলা যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত।

 

 

প্রসঙ্গত, ‘কীর্তন’-এ পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় উত্তর কলকাতার এক ছাপোষা, মধ্যবিত্ত পরিবারের গল্প বলেছিলেন। যেখানে শ্বশুর-বৌমা (পরান বন্দ্যোপাধ্যায়-অরুণিমা) আদায়-কাঁচকলায়। বেচারি বর (গৌরব চট্টোপাধ্যায়) বাবা-বৌয়ের মাঝখানে স্যান্ডউইচ। দু’জনের ঝগড়ায় বাড়িতে কাক-চিল বসতে পারে না। অরুণিমা তখনই জানিয়েছিলেন, জীবনে প্রথম এই ধরনের চরিত্র পেলেন। ঝগড়া করে দারুণ মজা পাচ্ছেন। বৌমা কি এবারেও তেমনই? প্রশ্নের জবাবে নায়িকা বললেন, ‘‘কিচ্ছু বদলায়নি। কেবল পরিবেশ বদলেছে। উত্তর কলকাতার বাড়ি ছেড়ে আমরা দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে উঠে এসেছি। সেখানেও গলা ছেড়ে ঝগড়া চলছে। ফ্ল্যাটবাড়িতে কথায় কথায় নালিশ। সবাই এসে বলছে গৌরবকে। কিন্তু কে শোনে কার কথা!’’ কিন্তু আগের মতো হচ্ছে কই! এই নিয়ে মনে মনে অশান্তি শ্বশুর-বৌমার। এই বিষয়ে তাঁরা এককাট্টা।

 


বড়পর্দায় ‘কীর্তনের পর কীর্তন’ মুক্তি পাবে ৯ জানুয়ারি। তবে তারপর ১৮ জানুয়ারি টিভির পর্দাতেই এ ছবি দেখতে পাবেন দর্শক। এখন শুধু অপেক্ষা, হাসির এই সিক্যুয়েল ঠিক কতটা মন জয় করতে পারে।