বলিউডে কেবল সৌন্দর্যের প্রতীক হিসেবে নয়, বরং অভিনয়ের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যের জন্যই বাকি পাঁচজন তারকা অভিনেত্রীর থেকে আলাদা দীপিকা পাডুকোন। ৪০তম জন্মদিনে পা রাখার দিনে ফিরে তাকালে স্পষ্ট বোঝা যায় প্রতিটি ধাপে তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। কখনও রাজকীয় গাম্ভীর্যে, কখনও সাধারণ মধ্যবিত্ত নারীর যন্ত্রণায়, আবার কখনও ভাঙা হৃদয়ের নীরবতায়। তাঁর কেরিয়ারের এমন সাতটি আইকনিক চরিত্রের দিকে ফেরানো যাক এক নজর।
2
9
পদ্মাবত: ‘পদ্মাবত’-এ রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকার অভিনয় নিঃশব্দ অথচ দৃঢ়। সংযত অভিব্যক্তি, আত্মমর্যাদা আর চোখের ভাষায় তিনি তৈরি করেছেন এক শক্তিশালী নারীচরিত্র, যেখানে অতিনাটক নয়, আছে নিয়ন্ত্রিত আবেগ আর নেতৃত্বের ভার।
3
9
চেন্নাই এক্সপ্রেস: ‘চেন্নাই এক্সপ্রেস’-এ আবার সম্পূর্ণ উল্টো মেজাজ। মিষ্টি, দুষ্টু, প্রাণবন্ত চরিত্রে তাঁর কমিক টাইমিং আর সাবলীল অভিনয় প্রমাণ করে, তিনি মাস এন্টারটেনার হিসেবেও সমান দক্ষ, অথচ অভিনয়ের সত্যতা হারান না।
4
9
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি: ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-তে নয়না হয়ে দীপিকা তুলে ধরেন আত্মবিশ্বাস খুঁজে পাওয়া এক তরুণীর যাত্রা। দ্বিধা, আবেগ আর ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার গল্পে তাঁর অভিনয় আজও দর্শকের সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করে।
5
9
পিকু: ‘পিকু’ ছবিতে তাঁর অভিনয় নিঃসন্দেহে কেরিয়ারের মাইলস্টোন। দায়িত্ব, প্রেম, বিরক্তি আর ভালবাসার ভারসাম্যে থাকা এক আধুনিক মেয়ের চরিত্রে দীপিকা ছিলেন একেবারে অনায়াস। অমিতাভ বচ্চন ও ইরফান খানের সঙ্গে তাঁর দৃশ্যগুলো সিনেমাপ্রেমীদের কাছে আজও স্মরণীয়।
6
9
বাজিরাও মাস্তানি: ‘বাজিরাও মাস্তানি’-তে মাস্তানির চরিত্রে দীপিকা এনেছেন আবেগ, দৃঢ়তা আর আত্মত্যাগের মিশেল। নাচ, সংলাপ আর নীরব মুহূর্ত, সব দৃশ্যেই ফুটে উঠেছে এক সাহসী অথচ সংবেদনশীল নারী।
7
9
ককটেল: ‘ককটেল’-এ ভেরোনিকা হয়ে তিনি ভেঙে দেন নিজের আগের ইমেজ। বাহ্যিক উচ্ছ্বাসের আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা, একাকিত্ব আর ভাঙনকে দীপিকা তুলে ধরেন অসাধারণ সততায় এই ছবিই তাঁকে অভিনেত্রী হিসেবে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
8
9
ছপাক: সবশেষে ‘ছপাক’। লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দীপিকা শুধুই অভিনয় করেননি, বরং এক ভয়াবহ বাস্তবতাকে সম্মানের সঙ্গে তুলে ধরেছেন। সংযম, সাহস আর মানবিক দৃষ্টিভঙ্গিতে এই চরিত্র তাঁর কেরিয়ারের অন্যতম সাহসী পদক্ষেপ।
9
9
৪০-এর চৌকাঠে দাঁড়িয়ে দীপিকা পাডুকোন আজ শুধুই এক তারকা-অভিনেত্রী নন বরং এক পরিণত অভিনেত্রী, যাঁর প্রতিটি চরিত্র বলিউডের গল্প ভান্ডারকে আরও সমৃদ্ধ করেছে।