নতুন বছরের শুরু থেকেই সোনার দাম খানিকটা হলেও স্থির রয়েছে। সেখানে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলেই খানিকটা হলেও স্বস্তিতে রয়েছেন।
2
9
তবে প্রশ্ন হল মার্কেটের এই স্থিরতা কতদিন থাকবে। এখানেই নতুন দিকের কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন যেভাবে সোনার দাম এখন স্থির রয়েছে সেটা হয়েছে তার রেশিওর কারণেই।
3
9
আন্তর্জাতিক বাজারে সোনার দাম রয়েছে ৪ হাজার ৩৪৫,৫০ পার আউন্স মার্কিন ডলার। পাশাপাশি রুপোর দামেও অনেকটাই উন্নতি লক্ষ্য করা গিয়েছে।
4
9
রুপো আন্তর্জাতিক বাজারে ৭১.৩০ পার আউন্স মার্কিন ডলারে রয়েছে। ফলে সেখানেও বাজারে অনেকটা স্থিরতা রয়েছে।
5
9
এই দুইয়ের মিলিত প্রভাবে সোনা-রুপোর দামের রেশিও তৈরি হয়েছে ৬০। এটি সোমবার ছিল ৫৪। ফলে এই বুলিশ রান বাজারকে অনেকটা চাঙ্গা করে রেখেছে।
6
9
যারা সোনাতে বিনিয়োগ করতে চাইছেন তাদের কাছে এটি একটি সেরা সময়। এখন বিনিয়োগ করলে ক্ষতি তো হবেই না। উল্টে লাভের অঙ্ক অনেকটা বেশি থাকবে।
7
9
বিশেষজ্ঞরা মনে করছেন সোনা-রুপোর রেশিও এখন ৬০ রয়েছে। এটি ধীরে ধীরে ৮০-র দিকে এগিয়ে যাবে। ফলে বাজারে অস্থির পরিস্থিতি তখনও তৈরি হবে না। বিনিয়োগকারীদের পক্ষে এটি একটি সুখের সময়।
8
9
বাজারে সোনা-রুপোর রেশিও যদি এভাবেই উন্নতির পথে চলতে থাকে তাহলে নতুন বছরে লাভবান হবেন বিনিয়োগকারীরা। সেখানে লাভের অঙ্ক বিগত বছরকে অনেকটা ছাপিয়ে যাবে।
9
9
বিশ্ব অর্থনীতির দিকে নজর দিলে সেখানেই স্পষ্ট হয়ে যাবে এই দুই ধাতুর বাজার কতটা চড়া। এবার কত দ্রুত সোনার দাম ২ লাখের ঘরে যাবে সেটাই দেখার।