বছরের প্রথম সপ্তাহান্তে উধাও কনকনে ঠান্ডার আমেজ। বছরের শুরুতে জাঁকিয়ে ঠান্ডা থাকলেও, দিন কয়েকের মধ্যেই সেই আমেজ আর টের পাওয়া যাচ্ছে না। তবে কয়েক ঘণ্টার মধ্যেই শীতের ঝোড়ো ব্যাটিং ফের শুরু হতে চলেছে।
2
6
আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
6
চলতি সপ্তাহান্তে তাপমাত্রার পারদ চড়বে, আগেই জানিয়েছিল হাওয়া অফিস। গত ৩১ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি, দু'দিনেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। হাড়কাঁপানো ঠান্ডার আমেজ আজ উধাও।
4
6
তবে মনোরম স্বস্তির আবহাওয়া বেশিদিন টিকবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকেই তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী থাকবে বাংলা জুড়েই। সব জেলায় তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমবে।
5
6
সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। এরপরের কয়েকদিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
6
6
আগামী সপ্তাহে আবারও হু হু করে নামবে শহরের তাপমাত্রা। ফিরবে হাড়কাঁপানো শীত। সঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।