শীতকালে সোয়েটার অপরিহার্য হলেও অনেকের ক্ষেত্রে খালি গায়ে সোয়েটার পরলে চুলকানি, লালচে ভাব বা র্যাশ দেখা দিতে পারে বলে জানান চর্মরোগ বিশেষজ্ঞরা।
2
6
রুক্ষ তন্তু, বিশেষ করে উলের সোয়েটার, ত্বকের সঙ্গে ঘর্ষণে জ্বালা সৃষ্টি করে, যার ফলে লালচে ভাব, চুলকানি বা র্যাশ হতে পারে; সংবেদনশীল ত্বক, একজিমা বা শুষ্ক ত্বকের ক্ষেত্রে ঝুঁকি বেশি।
3
6
চর্মরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু মানুষের উল, রং বা কাপড় প্রক্রিয়াকরণে ব্যবহৃত রাসায়নিকের প্রতি অ্যালার্জি থাকতে পারে, যার ফলে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা দেয়।
4
6
সোয়েটার তাপ ও ঘাম আটকে রাখায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়, যার ফলে বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘামাচি বা সংক্রমণ হতে পারে।
5
6
সাধারণ ত্বকজ্বালা সাধারণত রুক্ষ বা টাইট পোশাক পরার সঙ্গে সঙ্গে দেখা দেয়, পোশাক খুললে দ্রুত সেরে যায় এবং কয়েক ঘণ্টার মধ্যেই ত্বক স্বাভাবিক হয়ে আসে।
6
6
প্রতিরোধের জন্য তিনি সোয়েটারের নিচে সুতির পোশাক পরা, নরম কাপড় বেছে নেওয়া, নতুন সোয়েটার ব্যবহারের আগে ধুয়ে নেওয়া, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার এবং চুলকানি শুরু হলে সঙ্গে সঙ্গে সোয়েটার খুলে ফেলার পরামর্শ দেন।