ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জিকে সম্মানিত করতে চলেছে ২০২৬ সালের পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বিশেষ সম্মান প্রদান করবে মহারাষ্ট্র সরকার।

দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে বিশ্বজিতের অবদান অনস্বীকার্য। হিন্দি ও বাংলা, দুই ভাষার ছবিতেই তিনি তাঁর অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। ছয় এবং সাতের দশকে একের পর এক সফল ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে নিজের একটি স্বতন্ত্র স্থান গড়ে তুলেছিলেন। একই সঙ্গে বাংলা সিনেমাতেও তিনি রেখে গিয়েছেন স্মরণীয় ছাপ।

পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে এই সম্মান তাঁর দীর্ঘ শিল্পজীবনের প্রতি এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসাবে ধরা হচ্ছে। মনে করা হচ্ছে, ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশ্বজিতের অবদান নতুন প্রজন্মের শিল্পীদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই সম্মান প্রাপ্তির মাধ্যমে আবারও প্রমাণিত হয়, সময়ের সীমা পেরিয়েও বিশ্বজিৎ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়ে গিয়েছেন।

পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম বছর অনুষ্ঠিত হতে চলেছে ১৫ থেকে ২২ জানুয়ারি। এই উৎসবটি যৌথভাবে আয়োজন করছে পুনে ফিল্ম ফাউন্ডেশন, মহারাষ্ট্র সরকারের সাংস্কৃতিক বিষয়ক দফতর এবং দাদাসাহেব ফালকে চিত্রনগরী। উৎসবের উদ্বোধন হবে শহরের ই-স্কোয়ার থিয়েটারে, আর পুনের মোট ১০টি ভেন্যুতে বিভিন্ন ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এই বছর উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে প্রতিযোগিতামূলক বিভাগ ‘মারাঠি সিনেমা টুডে’, যেখানে সমসাময়িক মারাঠি চলচ্চিত্রের সেরা কাজগুলি তুলে ধরা হবে। ট্রাস্টি সতীশ আলেকর জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া একশোর বেশি ছবির মধ্যে থেকে সাতটি ছবি চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে।

আন্তর্জাতিক জুরির বিচারে নির্বাচিত সেরা ছবিটি পাবে ‘মারাঠি বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’। সঙ্গে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার নগদ পুরস্কার।