বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। দর্শক-সমালোচক দু’পক্ষের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছে ছবিটি। বিশেষ করে ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খন্নার অভিনয় ইতিমধ্যেই বছরের সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। অথচ এই বিপুল সাফল্যের মাঝেই এক আশ্চর্য তথ্য সামনে এল। অক্ষয় খান্নার দাদা, অভিনেতা রাহুল খান্না এখনও পর্যন্ত ছবিটি দেখেননি! 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল খান্না নিজেই জানিয়েছেন, ‘ধুরন্ধর’ দেখার জন্য তিনি ইচ্ছাকৃতভাবেই অপেক্ষা করছেন। তাঁর কথায়, এই ছবিটি তিনি ভাই অক্ষয়ের সঙ্গেই প্রথমবার দেখতে চান। কোনও তাড়াহুড়ো নয়, কোনও বাধ্যবাধকতাও নয়। নেপথ্যে অন্য কোনও কারণ নয়, এ একান্তই পারিবারিক অনুভূতির জায়গা থেকে নেওয়া সিদ্ধান্ত। হাসিমুখে রাহুল বলেন, অক্ষয় যা-ই পরুক বা যে চরিত্রেই অভিনয় করুক, তাঁকে  সবসময়ই সবকিছুতেই মানায়, এই ছবিতেও নিশ্চয়ই তার ব্যতিক্রম হয়নি।

 

অক্ষয় খান্নাও অতীতে একাধিকবার তাঁদের ভাই-বোনের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তাঁর মতে, তাঁদের সম্পর্ক কখনওই বাবা-মায়ের ছায়ায় গড়ে ওঠেনি। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটি নিজস্ব পথে পরিণত হয়েছে। পরিবার ছোট হয়ে এলে যাঁরা পাশে থাকেন, তাঁদের আঁকড়ে ধরার প্রবণতাই স্বাভাবিক, এই বাস্তব অনুভূতির কথাই এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন অক্ষয়।

 

 

এদিকে ‘ধুরন্ধর’-এর বক্স অফিস যাত্রা থামার কোনও লক্ষণ নেই। মুক্তির পর পঞ্চম শনিবারেও ছবিটি ঘরে তুলেছে প্রায় ১২.৬ কোটি টাকা। দেশের বাজারে মোট আয় ছাড়িয়েছে ৮০৬ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে ছবির আয় ইতিমধ্যেই ‘জওয়ান’ ও ‘পাঠান’-কে ছাপিয়ে গিয়েছে। এখন চোখ ১২০০ কোটির ক্লাবে ঢোকার দিকে, যেখানে রয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘দঙ্গল’ ও ‘বাহুবলী ২’-এর মতো ছবি।

 

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। গল্পে উঠে এসেছে এমন এক ভারতীয় গুপ্তচরের কথা যিনি পাকিস্তানে দীর্ঘদিন থেকে সেখানকার খবর এদেশে পাঠাতে। ছবিতে মুখ্য ভূমিকায় রণবীর সিং এবং সারা অর্জুনকে দেখা গিয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, প্রমুখ।

 

সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ এখন শুধুই একটি সফল ছবি নয়, এ যেন এক সাংস্কৃতিক মুহূর্ত। আর সেই মুহূর্তের মাঝেই দাঁড়িয়ে রয়েছে এক ভাইয়ের নীরব অপেক্ষা। আড়ম্বরহীন, অথচ গভীর মানবিক।