দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন বলিপাড়ার জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। গত রবিবার যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর অনুরাগীদের জানিয়েছিলেন টেলিভিশনের এই জনপ্রিয় জুটি। কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মাহির কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। নেটিজেনদের একাংশ মনে করছিলেন, অভিনেত্রী পরোক্ষভাবে জয়কেই নিশানা করছেন। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে প্রাক্তন স্বামীর সঙ্গেই এক হাসিমুখের ছবি শেয়ার করে কড়া বার্তা দিলেন মাহি।
ঘটনার সূত্রপাত হয় মাহির পোস্ট করা কিছু রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি থেকে। বিচ্ছেদের খবরের পরেই তিনি লেখেন, 'আপনি যদি ভাবেন অন্যরাও আপনার জন্য ততটাই করবে যতটা আপনি তাদের জন্য করেন, তবে আপনি হতাশ হবেন।' অন্য একটি পোস্টে তিনি লিখেছিলেন, 'যারা আমার সন্তানদের ভালবাসে, তাদের জন্য আমার হৃদয়ে আলাদা জায়গা আছে।' এই পোস্টগুলো ভাইরাল হতেই ইন্টারনেটে গুঞ্জন শুরু হয় যে, জয় ও মাহির সম্পর্কের শেষটা হয়তো খুব একটা সুখকর হয়নি। অনেকে সংবাদমাধ্যমে দাবি করতে থাকেন যে মাহি বিচ্ছেদের জন্য জয়কেই দায়ী করছেন। কিন্তু জল্পনা বাড়তে দেখে আর চুপ থাকেননি অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় জয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে মাহী লেখেন, 'হ্যাঁ, এটা আমরাই। লাইক আর কমেন্টের জন্য নেটিজেনরা যে কোনও স্তরে নামতে পারে। আমার স্টোরিগুলো জয়ের জন্য ছিল না। এটা নিয়ে দয়া করে আর নোংরামো করবেন না।'
বিচ্ছেদের ঘোষণায় জয় ও মাহি স্পষ্ট জানিয়েছিলেন যে, তাদের এই সিদ্ধান্তে কোনও তৃতীয় ব্যক্তি নেই। তাঁদের সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিচ্ছেদের পরেও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। পারস্পরিক শ্রদ্ধা ও শান্তির জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন এই তারকা দম্পতি।
গত বছরই খবর এসেছিল এই তারকা দম্পতির সুখের সংসারে ভাঙন ধরেছে এবং মাহি নাকি জয়ের কাছে কোটি কোটি টাকা খোরপোশ দাবি করেছেন। প্রথমে এসবকে ভুয়ো গুঞ্জন বলে দাবি করলেও এবার নিজেরাই বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন। আগে অভিযোগ ওঠে যে, মাহি তাঁর জীবনযাপনের খরচ চালানোর জন্য জয়ের কাছে প্রায় পাঁচ কোটি টাকা দাবি করেছেন। প্রথমদিকে এই খবরকেও গুঞ্জন বলেই দাবি করেছিলেন মাহি। তবে বর্তমানে বিবাহবিচ্ছেদের খবর সামনে আনলেও খোরপোশ নিয়ে মুখ খোলেননি তিনি।
