একটি দরজা বন্ধ হলে আরেকটি বড় সুযোগ খুলে যায়, দীপিকা পাডুকোনের সাম্প্রতিক কেরিয়ার গ্রাফ যেন সেই কথাই নতুন করে প্রমাণ করছে। ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২’ ছবি থেকে সরে দাঁড়ানো নিয়ে যখন ইন্ডাস্ট্রিতে বিস্তর আলোচনা, ঠিক তখনই নতুন অধ্যায়ে পা রেখেছিলেন বলিউডের অন্যতম বড় তারকা। পরিচালক অ্যাটলির পরবর্তী মেগা প্রজেক্ট এএ২২xএ৬ (AA22xA6)-এ যোগ দিয়ে ফের চর্চার কেন্দ্রে দীপিকা। আর সেই ছবির প্রথম লুক প্রকাশ পেল তাঁর ৪০তম জন্মদিনেই, যা উন্মাদনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সান নেটওয়ার্কের অন্তর্গত সান পিকচার্সের তরফে প্রকাশিত এই প্রথম ঝলকেই ধরা পড়েছে দীপিকার একেবারে নতুন অবতার। অ্যাটলির উচ্চাকাঙ্ক্ষী সাই-ফাই অ্যাকশন ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে তাঁর জুটি যে বড় চমক দিতে চলেছে, তা বুঝতে অসুবিধা হয়নি অনুরাগীদের।

এর আগে ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে দীপিকার প্রস্থান ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। শোনা যায়, কাজের সময়সীমা আট ঘণ্টায় সীমাবদ্ধ রাখার অনুরোধ থেকেই এই সিদ্ধান্ত, যা আবারও বিনোদন দুনিয়ায় ওয়ার্ক-লাইফ ব্যালান্স নিয়ে নতুন করে আলোচনা উসকে দেয়। গত বছরের নভেম্বর মাসে ‘কল্কি ২’-এর প্রযোজনা সংস্থা ভৈজয়ন্তী মুভিজ এক বিবৃতিতে জানিয়েছিল, পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত।

 

 

এর আগেই এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্ট করে বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য তৈরি ছকে তিনি কখনওই নিজেকে আটকে রাখতে চাননি। প্রশ্ন তোলা, নিয়ম ভাঙা কিংবা কঠিন পথ বেছে নেওয়া -সবটাই তাঁর যাত্রার অঙ্গ।

 

 

 

 

 

 

অন্যদিকে, অ্যাটলির এই নতুন প্রজেক্ট ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। ‘জওয়ান’, ‘থেরি’র মতো ব্লকবাস্টারের পর তিনি নিজেই জানিয়েছেন, ‘এএ২২xএ৬’ এমন এক ছবি হতে চলেছে যা সৃজনশীলতা ও ভিজ্যুয়াল স্কেলের নতুন মানদণ্ড তৈরি করবে। হলিউডের অভিজ্ঞ টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করে একেবারে নতুন এক দুনিয়া গড়ে তোলাই লক্ষ্য নির্মাতাদের।

 

২০২৫ সালের এপ্রিল মাসে আল্লু অর্জুনের জন্মদিনে ঘোষিত এই ছবিই ‘পুষ্পা ২’-এর পর তাঁর বড়পর্দায় প্রত্যাবর্তন। সব মিলিয়ে, দীপিকার ৪০-এ পা রাখার সঙ্গে সঙ্গেই যে এক নতুন, সাহসী ইনিংস শুরু হল, তা বলাই যায়।

 

সূত্রের খবর, এ সিনেমার শুরুতে পরিকল্পনা ছিল দ্বৈত ভূমিকায় আল্লু অর্জুনকে রাখা হবে এবং প্রবীণ চরিত্রে অন্য কোনও অভিনেতাকে নেওয়া হবে। কিন্তু সেই পরিকল্পনা বদলে যায়, যখন আল্লু অর্জুন নিজেই প্রস্তাব দেন চারটি চরিত্রে অভিনয়ের! সেট ঘনিষ্ঠ এক সূত্রের খবর, প্রথমে ছিল দ্বৈত ভূমিকার পরিকল্পনা। প্রবীণ চরিত্রে অন্য অভিনেতাদের ভাবছিলেন অ্যাটলি। কিন্তু আল্লু-ই নাকি প্রস্তাব দেন চারটি চরিত্র নিজেই করতে!

 

 

প্রযোজনা সংস্থার অন্দরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “অ্যাটলি প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু লুক টেস্টের পর স্পষ্ট বোঝা যায় এই সিদ্ধান্ত শুধু কাজ করছে না, বরং পুরো সিনেমার ভিজুয়াল এবং আবেগের স্তর একধাপ বাড়িয়ে দিচ্ছে। দর্শকরা একই ফ্রেমে চারটি ভিন্ন শেডে আল্লু অর্জুনকে দেখবেন, এটাই হবে এই ছবির মূল আকর্ষণ। এই বহুভাষিক ম্যাগনাম ওপাসে আল্লুর সঙ্গে থাকছেন শক্তিশালী তারকা কাস্ট -দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর। চিত্রনাট্যের ভেতরের খুঁটিনাটি এখনই গোপন রাখা হলেও জানা গিয়েছে, এটি হবে একটি জেনার-ডিফায়িং, ইমোশনালি ইন্টেন্স এপিক, যা ভারতীয় সিনেমার ব্যাকরণেই এক নতুন সংযোজন ঘটাবে।