সংবাদসংস্থা মুম্বই: ২০১৯ সালের বলিউডে সাড়া ফেলেছিল  হৃতিক রোশন ও টাইগার শ্রফের একসঙ্গে করা প্রথম কাজ। দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল  ‘ওয়ার’-এ। নাচ হোক বা অ্যাকশন, সেই যুগলবন্দি আজও রয়ে গেছে দর্শকের মনে। তবে এই ছবির সিক্যুয়েলে টাইগারের অনুপস্থিতি ভক্তদের মন খারাপ করলেও, চমক দ্বিগুণ হয় যখন ঘোষণা হয় এবার হৃতিকের মুখোমুখি হচ্ছেন দক্ষিণী ছবির তারকা জুনিয়র এনটিআর। মঙ্গলবার এনটিআরের জন্মদিনে প্রকাশ পেল ‘ওয়ার ২’-এর টিজার।

 


টিজারে হৃতিককে যেন আরও তীক্ষ্ণ, আরও স্টাইলিশ লাগছে। পেশি বেড়েছে, চেহারা আরও টানটান, গতিতে বেড়েছে তীব্রতা এবং ব্যক্তিত্বে  অতুলনীয় ধার। টিজারের ক্লাইম্যাক্সে ঢুকে পড়েন জুনিয়র এনটিআর। সেখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি নায়ক না খলনায়ক? 

 

 

দুই নায়কের তুলনায় একেবারেই কম যান না কিয়ারা আদবানি, ছবির প্রথম ঝলকের মাত্র কয়েক পশলা মুহূর্তেই তা ফুটিয়ে তুলেছেন তিনি । বিকিনিতে কিয়ারার প্রথম পর্দা-উপস্থিতি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বাস্তবে মাতৃত্বকালীন উচ্ছ্বাসে ভাসলেও, টিজারে চারপাশের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়িয়ে তুলেছেন তিনি। 

 


'ওয়ার ২’ ছবির টিজারে নায়িকা কিয়ারা হলুদ বিকিনিতে বোল্ড লুকে যথেষ্ট নজর কেড়েছেন। ফ্যাশন এবং তার ফিগারের জন্য সর্বদাই উচ্চ প্রশংসিত হন কিয়ারা আদবানি। এই প্রথমবার পর্দায় কিয়ারার বিকিনি লুক ঘুম উড়িয়েছে নেটিজেনদের।