নিজস্ব সংবাদদাতা: 'মেসবাড়ি'র সাফল্যের পর পরিচালিকা দীপান্বিতা সেনগুপ্ত নিয়ে আসছেন সম্পর্কের বুনট নিয়ে ফিচার ফিল্ম। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে থাকছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দার বেশ কিছু পরিচিত মুখ এই ছবিতে থাকতে পারেন বলে আজকাল ডট ইন-কে জানিয়েছেন পরিচালিকা।

"এক ব্যক্তি সমাজের কাছে যেভাবে পরিচিত, বাস্তব জীবনে তিনি একেবারে অন্যরকম। তাঁর সাজ-পোশাক থেকে শুরু করে স্বভাবের মধ্যেও পার্থক্য দেখা যায়। খরাজদার চরিত্রটা এরকমই।একই চরিত্রের মধ্যে একসঙ্গে বেশ কিছু বৈচিত্র্য চোখে পড়বে দর্শকদের।" জানালেন দীপান্বিতা।

ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল স্বল্পদৈর্ঘ্যের ছবি 'মেসবাড়ি'। আজকের সমাজচিত্রের বাইরে এক অন্যরকম সম্পর্কের বুনোটের গল্প বলছে এই ছবিটি। দীপান্বিতা সেনগুপ্তর পরিচালনায়, অভিনয়ে রয়েছেন, খেয়ালী ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ, ধীমান ভট্টাচার্য্য, আবির সেনগুপ্ত, শুভশ্রী সেনগুপ্ত সহ অন্যান্যরা। ১৪ তম 'দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল-এ পুরস্কৃত হল ছবিটি। তারপর থেকেই নতুন ছবির ভাবনা শুরু করেন দীপান্বিতা। নতুন এই ছবির নাম এখনও ঠিক হয়নি। পুজোর পরই ফিচার ফিল্মটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালিকা।