সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তাই বারবার শিরোনাম দখল করেন বলি তারকারা। এবার জীবনের একতরফা প্রেমের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন করণ জোহর।
 
 তিনি এই বিষয়টিকে 'নির্যাতন' এবং 'বিশ্বের সবচেয়ে খারাপ অনুভূতি' বলে বর্ণনা করেছেন। করণ জানান, এই প্রেমের যন্ত্রণা এতটাই গভীর ছিল যে এটি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। 
সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে করণ জানান, "একতরফা প্রেমে পড়লে বুকের ওপর ভারী কিছু চেপে থাকার মতো অনুভূতি হয়। তিনি বারবার ফোন দেখতেন, ভাবতেন সেই ব্যক্তি অনলাইনে আছে কিনা, কেন ফোন করেননি? এই সময় কোথায় থাকতে পারেন? এই অবস্থা তাঁকে মানসিকভাবে অস্থির করে তোলে এবং তাঁর শ্বাসকষ্ট হতে শুরু করে। যদিও ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি করণ।
এই অভিজ্ঞতা তাঁকে এতটাই প্রভাবিত করে যে তিনি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি তৈরি করেন, যা তাঁর এই একতরফা প্রেমের গল্পকে ভিত্তি করে নির্মিত। তবে করণ জোহর স্পষ্ট করেন যে, তাঁর প্রেম কখনওই নেতিবাচক ছিল না। তিনি জানান, খুব কঠিন পরিস্থিতিতেও কখনওই সেই ব্যক্তির প্রতি ঘৃণা আসেনি তাঁর। কখনও মনের ভুলেও ওই ব্যক্তির খারাপ কিছু চাননি।
 
 করণ জানিয়েছেন, এই একতরফা প্রেম, তাঁর হৃদয় ভেঙে দিয়েছে। তিনি এখন তাঁর সন্তানদের এবং মায়ের ভালবাসায় নিজেকে পূর্ণ মনে করেন। যদিও করণ স্বীকার করেন যে একা থাকার অনুভূতি মাঝে মাঝে তাঁকে গ্রাস করে।
