গুরুতর অসুস্থ কবীর সুমন। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে। খবর, এর সঙ্গে নাকি রয়েছে হৃদরোগে আক্রান্ত হওয়ার সমস্যাও। সোমবার বাড়িতেই আচমকা অসুস্থ বোধ করতে থাকেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। আপাতত সিসিইউ-তে ভর্তি ‘গানওয়ালা’। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। অবস্থা স্থিতিশীল, এমনটাই জানা গিয়েছে।



সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালক পারমিতা মুন্সীর সঙ্গে। তাঁর কথায়, ‘‘সুমনদার পরিবারের সদস্য এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁর ঠাণ্ডা লাগার ধাত। প্রতি শীতেই তিনি কাবু হয়ে পড়েন। এর আগেও তাইই হয়েছে। এবারেও একই সমস্যা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা রয়েছে।’’ চিকিৎসকদের থেকে পরিচালক আরও জেনেছেন, ভর্তি হয়েছেন বলেই তাঁর যাবতীয় পরীক্ষা একবারে করা হবে। তার জন্য দিন কয়েক ভর্তি থাকতে হবে হাসপাতালে। তাঁর অসুস্থতার খবরে সংবাদমাধ্যম তোলপাড় হতেই নিজের সামাজিক পাতায় পোস্ট দেন কবীর সুমন। সেখানে জানিয়েছেন, "শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।"

খবর, হাসাপাতালে ভর্তির পরে চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। জ্ঞান আছে। মুখেই খাবার খেয়েছেন। চার সদস্যের এক মেডিক্যাল বোর্ড গায়কের সুস্থতার জন্য সমস্ত রকম বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।