সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’। সেই ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে জন জানালেন এক চমকপ্রদ তথ্য—তিনি এবং হৃতিক রোশন ছিলেন স্কুলের সহপাঠী! শুধু তাই নয়, তখন থেকেই হৃতিক ছিলেন দুর্দান্ত নৃত্যশিল্পী। জন জানালেন, তাঁদের স্কুলের কর্মশিক্ষার ক্লাসে যাওয়ার একমাত্র কারণ ছিল—হৃতিকের নাচ দেখা!

 

সেই সাক্ষাৎকারে জন স্মৃতিচারণ করে জানান, হৃতিক এবং তিনি- দু’জনই মুম্বই স্কটিশ স্কুলের ছাত্র ছিলেন। স্কুলে একসঙ্গে তোলা তাঁদের দু'জনের  ছবি দেখিয়ে জন বলেন, “হৃতিক সম্ভবত ভারতের সেরা ড্যান্সার। স্কুলজীবন থেকেই সে ব্রেকডান্সে অসাধারণ! কর্মশিক্ষার ক্লাস থাকলেই সবাই ছুটে যেত হৃতিকের নাচ দেখতে। ওহ! কী দারুণ নাচত ও!” মজার ছলে জন আরও বলেন, যখন হৃতিক নাচের অনুশীলনে ব্যস্ত ছিল, তখন তিনি ফুটবল খেলতে মাঠে দৌড়ে বেড়াতেন -“আমি মাঠেঘাটে ফুটবল খেলে নিজের গায়ের রং পুড়িয়ে ঝামা করতাম আর হৃতিক তখন সুন্দরভাবে নাচত!”

 

 

কাকতালীয়ভাবে, জন ও হৃতিক দু’জনেই 'ধুম' ফ্র্যাঞ্চাইজিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু কখনও একসঙ্গে কাজ করেননি। মজার ব্যাপার, তাঁরা দু’জনই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-এর অংশ, যদিও আলাদা আলাদা ছবিতে। জন আরও জানান, যদি তাঁর চরিত্র ‘জিম’ এবং হৃতিকের ‘কবির’ একসঙ্গে পর্দায় আসে, তবে সেটি কেমন হবে, তা ভেবে তিনি বেশ রোমাঞ্চিত!


প্রসঙ্গত, এই রাজনৈতিক থ্রিলার দ্য ডিপ্লোম্যাট-এ ঠান্ডা মাথার কূটনীতিক হিসাবে ধরা দিয়েছেন জন আব্রাহাম। রাজনীতি, ক্ষমতার খেলা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের জগতের গভীরে ডুব দিয়েছে এই ছবির গল্প। শোনা যাচ্ছে, বাস্তব জীবনের একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি ‘দ্য ডিপ্লোম্যাট’। যেখানে একজন ভারতীয় কূটনীতিক পাকিস্তান থেকে একজন ভারতীয় মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, যেখানে জোর করে তাঁর ইচ্ছের বিরুদ্ধে তাঁকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন শিবম নায়ার এবং চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ।