কে বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? আইনের উপরে ভরসা রেখেই শেষ পর্যন্ত জিতে গেলেন অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বান্সিওয়াল। তিনি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’য় রোশন দারুওয়ালা কৌর সোধির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়। সেই তিনিই গত বছর শো ছেড়ে বেরিয়ে এসেছেন। অভিযোগ জানিয়েছেন পরিচালক অসিত মোদীর বিরুদ্ধে। অভিযোগ, বকেয়া পাওনা মেটাননি তিনি। পাশাপাশি, যৌন হয়রানিও করেছেন। তিনি আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি যৌন হেনস্থা মামলায় জয়ী হয়েছেন। প্রযোজকের হুমকিতে তিনি প্রকাশ্যে সে খবর আনতে পারেননি।
খবর জানাজানি হতেই তাঁর সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম। কতটা খুশি অভিনেত্রী? প্রশ্ন রেখেছিল তারা।
অভিনেত্রী স্বীকার করেছেন, অন্যায় ন্যায় পেল। এই জন্যই তিনি আইনের উপরে ভরসা রেখেছিলেন। আশা, তাঁর এই জয় বাকি নিপীড়িত নারীদের লড়াইয়ে উৎসাহিত করবে। এবং প্রমাণিত, তিনি সস্তার প্রচার পেতে কোনও মিথ্যে গল্প ফাঁদেননি। পাশাপাশি এও জানান, তিনি সম্পূর্ণ খুশি হতে পারেননি। কারণ, একা অসিত মোদী নন, দলে আরও দুই ব্যক্তি ছিল। তারা সোহিল রামানি এবং যতীন বাজাজ। মামলায় তাদের কোথাও উল্লেখ নেই! একই সঙ্গে অভিযুক্তকেও কোনও শাস্তি দেয়নি আদালত। তাঁর বকেয়া টাকাও এখনও পর্যন্ত হাতে পাননি।
সব মিলিয়ে জেনিফার কী পরিমাণ অর্থ পাবেন প্রযোজকের থেকে? অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বকেয়া অর্থের পরিমাণ, ২৫-৩০ লক্ষ টাকা। যৌন হেনস্থার কারণে বাড়তি ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে। তবে কবে সেই অর্থ তিনি পাবেন, জানেন না জেনিফার।
খবর জানাজানি হতেই তাঁর সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম। কতটা খুশি অভিনেত্রী? প্রশ্ন রেখেছিল তারা।
অভিনেত্রী স্বীকার করেছেন, অন্যায় ন্যায় পেল। এই জন্যই তিনি আইনের উপরে ভরসা রেখেছিলেন। আশা, তাঁর এই জয় বাকি নিপীড়িত নারীদের লড়াইয়ে উৎসাহিত করবে। এবং প্রমাণিত, তিনি সস্তার প্রচার পেতে কোনও মিথ্যে গল্প ফাঁদেননি। পাশাপাশি এও জানান, তিনি সম্পূর্ণ খুশি হতে পারেননি। কারণ, একা অসিত মোদী নন, দলে আরও দুই ব্যক্তি ছিল। তারা সোহিল রামানি এবং যতীন বাজাজ। মামলায় তাদের কোথাও উল্লেখ নেই! একই সঙ্গে অভিযুক্তকেও কোনও শাস্তি দেয়নি আদালত। তাঁর বকেয়া টাকাও এখনও পর্যন্ত হাতে পাননি।
সব মিলিয়ে জেনিফার কী পরিমাণ অর্থ পাবেন প্রযোজকের থেকে? অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বকেয়া অর্থের পরিমাণ, ২৫-৩০ লক্ষ টাকা। যৌন হেনস্থার কারণে বাড়তি ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে। তবে কবে সেই অর্থ তিনি পাবেন, জানেন না জেনিফার।
