প্রতি সপ্তাহেই দমবন্ধ করা অপেক্ষা। তারপর পরীক্ষার ফলাফল। রেজাল্ট কার্ডের উপরে সবার হুমড়ি খেয়ে পড়া। প্রত্যেক ধারাবাহিকের অভিনেতা, কলাকুশলী, প্রযোজক, পরিচালক অপেক্ষায় থাকেন, রেটিং চার্টে তাঁর ধারাবাহিককে দেখার জন্য। কিন্তু এ সপ্তাহের মতো হাড্ডাহাড্ডি লড়াই বহুদিন ছোটপর্দা দেখেনি। চলতি সপ্তাহে .১ নম্বরের জন্য ‘বাংলা সেরা’ তকমা থেকে ছিটকে গেল জি বাংলার মেগা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এক চুলের জন্য তাকে হারিয়ে প্রথম ‘নিমফুলের মধু’। এই ধারাবাহিক পেয়েছে ৮.৭ পয়েন্ট। স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিকের ঝুলিতে ৮.৬ পয়েন্ট। তৃতীয় স্থানে ৮.৩ পেয়ে যথারীতি ‘ফুলকি’। চলতি সপ্তাহে আরও একটি ঘটনা ঘটেছে। ৭.৮ পেয়ে চতুর্থ স্থানে দুটো ধারাবাহিক। ‘কোন গোপনে মন ভেসেছে’ আর ‘গীতা এলএলবি’ এই স্থানে। চলতি সপ্তাহে আরো এক কামাল দিদি নম্বর ১-এর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উঠে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ৭.৫ পেয়ে পঞ্চম স্থানে রিয়েলিটি শো।
রইল বাকি বাকি পাঁচ ধারাবাহিকের টক্কর। ৭.২ পেয়ে এক লাফে উঠে এসেছে ধারাবাহিক কথা। ১.০ পয়েন্টের ব্যবধানে সপ্তম ‘কার কাছে কই মনের কথা’। তার প্রাপ্তি ৬.৮ পয়েন্ট। অষ্টমে নেমে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। সে পেয়েছে ৬.৫ পয়েন্ট। শেষ পর্বেও বাজি মেরে গেল ‘সন্ধ্যাতারা’। চলতি সপ্তাহে রেটিং চার্টে তার অবস্থান নবমে। ৬.৪ পয়েন্ট পেয়ে। বিয়ের পর্ব মিটতেই দশম স্থানে ‘আলোর কোলে’। সে পেয়েছে ৫.৯ পয়েন্ট।
রইল বাকি বাকি পাঁচ ধারাবাহিকের টক্কর। ৭.২ পেয়ে এক লাফে উঠে এসেছে ধারাবাহিক কথা। ১.০ পয়েন্টের ব্যবধানে সপ্তম ‘কার কাছে কই মনের কথা’। তার প্রাপ্তি ৬.৮ পয়েন্ট। অষ্টমে নেমে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। সে পেয়েছে ৬.৫ পয়েন্ট। শেষ পর্বেও বাজি মেরে গেল ‘সন্ধ্যাতারা’। চলতি সপ্তাহে রেটিং চার্টে তার অবস্থান নবমে। ৬.৪ পয়েন্ট পেয়ে। বিয়ের পর্ব মিটতেই দশম স্থানে ‘আলোর কোলে’। সে পেয়েছে ৫.৯ পয়েন্ট।
