অক্ষয় খান্না সম্প্রতি একাধিক কারণে চর্চার কেন্দ্রে। ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাতের চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এর পরেই ‘দৃশ্যম ৩’ থেকে তাঁর সরে দাঁড়ানো নিয়ে শিরোনামে উঠে আসেন অভিনেতা। এবার ফের আলোচনায় অক্ষয়, তবে একেবারে ভিন্ন কারণে। ‘বর্ডার ২’-এর নতুন গান ‘ঘর কবে আওগে’-তে নাকি তাঁকে দেখা গিয়েছে, এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ছবি।

শুক্রবার মুক্তি পেয়েছে ‘ঘর কবে আওগে’ গানটি। সেখানে দেখা যায় সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেট্টিকে। পাশাপাশি আরও কয়েকজন শিল্পীকেও। গান প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিছু ছবি, যেখানে দাবি করা হয়, এই গানে নাকি অক্ষয়েরও উপস্থিতি রয়েছে।
তবে ভাইরাল হওয়া সেই ছবিগুলোর সত্যতা যাচাই করলে জানা যায়, অক্ষয় আদৌ এই গানের অংশ নন। ছবিগুলি আসলে এআই-জেনারেটেড অথবা ফটোশপ করা। গানে উপস্থিত আরেক অভিনেতার মাথার চুলের ধরন অক্ষয়ের সঙ্গে কিছুটা মিল থাকায় বিভ্রান্তি ছড়ায় এবং সেই থেকেই এই গুজবের জন্ম।

টিজার বা গানে যদিও অক্ষয়কে দেখা যায় না, তবে সূত্রের খবর অনুযায়ী ছবিতে তাঁর একটি ক্যামিও চরিত্র থাকতে পারে। জানা যাচ্ছে, তিনি নাকি সেকেন্ড লেফটেন্যান্ট ধরমবীর সিং বখরি চরিত্রে ছবিতে আসবেন।

‘বর্ডার ২’-এর কাস্ট বেশ নজরকাড়া। প্রধান চরিত্রে রয়েছেন সানি, বরুণ ধাওয়ান, দিলজিৎ ও আহান। তাঁদের সঙ্গে দেখা যাবে মোনা সিং, সোনম বাজওয়া, আন্যা সিং ও মেধা রাণাকে। এছাড়াও ছবিতে সুনীল শেট্টির একটি বিশেষ উপস্থিতি থাকার খবরও শোনা যাচ্ছে।

চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ২৩ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে মুক্তি পাওয়ায় বক্স অফিসে ঝড় তুলবে বলেই আশা করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। এখন দেখার, সানির আগের সুপারহিট ‘গদর ২’-এর রেকর্ড ভাঙতে পারে কি না ‘বর্ডার ২’।

‘বর্ডার ২’ ১৯৯৭ সালের আইকনিক দেশপ্রেমমূলক ছবি ‘বর্ডার’-এর উত্তরসূরি হিসেবে তৈরি হচ্ছে। ভারতীয় সেনার সাহস, ত্যাগ ও দেশরক্ষার গল্পকে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরবে এই ছবি। আধুনিক যুদ্ধপরিস্থিতি, আবেগঘন মানবিক সম্পর্ক এবং দেশপ্রেমের মেলবন্ধনই ‘বর্ডার ২’-এর মূল শক্তি। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। বক্স অফিসে এটি কেমন ব্যবসা করে, এখন সেটাই দেখার।