সংবাদসংস্থা মুম্বই: সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' দর্শকমনে জায়গা করে নিয়েছে। এই সিরিজে 'ওস্তাদের' চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইন্দ্রেশ মালিক। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে 'হীরামান্ডি' ছবির শুটিং চলাকালীন একটি বিশেষ ঘটনা দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
অভিনেতা বলেন, সিরিজে তাঁকে নথ পরানোর দৃশ্যের পর কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। পরিচালক যখন প্রথম এই দৃশ্যটি তাঁকে বর্ণনা করেন তখনই চোখে জল চলে আসে অভিনেতার। ওই দৃশ্যে অভিনয়ের পর খুশি হয়ে পরিচালক সঞ্জয় লীলা বনশালি তাঁকে ৫০০ টাকা পুরস্কার দিয়েছিলেন।
অভিনেতা জানান, ওই দৃশ্যটি শেষ হয়ে যাওয়ার পরও নিজের আবেগকে ধরে রাখতে পারেননি।প্রায় ৫ মিনিট ধরে কেঁদেছিলেন তিনি। তাঁকে ভেঙে পড়তে দেখে পরিচালক ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরেন। সেই সময় শুটিং সেটে একদম নীরবতা ছিল বলে জানিয়েছেন ইন্দ্রেশ।
প্রসঙ্গত,নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সঞ্জয় লীলা বনশালির প্রথম সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। সিনে জগতে ছকভাঙা গল্পের উপরে কাজ মানেই সঞ্জয় লীলা বনশালি। ওই সিরিজে ফুটে উঠেছে দেশ স্বাধীন হওয়ার আগের কিছু ঘটনা। মূলত ব্রিটিশ শাসিত ভারতীয় প্রেক্ষাপটে যৌনকর্মীদের অবস্থানের কাহিনিই প্রতিফলিত এখানে। খনি থেকে হীরে খোঁজার মতোই অভিনেতা বাছাই করেন তিনি। এক্ষেত্রেও যে তার অন্যথা হয়নি, সিরিজের ব্যাপক জনপ্রিয়তা তার প্রমান।
