দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থানকারী নিম্নচাপ অঞ্চল রবিরার আরও স্পষ্ট হয়েছে। নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় এটি ধীরগতিতে পশ্চিম–উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে আবহাওয়ার কোনও পরিবর্তন দেখা যায়নি। পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে।
3
6
রবিবারের ন্যূনতম তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি। দক্ষিণবঙ্গের এক-দু’টি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল। অধিকাংশ জায়গায় ছিল স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমে গিয়েছিল তাপমাত্রা।
4
6
উত্তরবঙ্গের কিছু জায়গায় স্বাভাবিকের চেয়ে কম, আবার এক-দু’টি এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যান্য স্থানে তাপমাত্রা ছিল স্বাভাবিক।
5
6
রবিবার দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার মধ্যে দার্জিলিংয়ে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
6
6
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে বাংলার জেলায় জেলায় কয়েকটি এলাকায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী দু'দিনে গোটা বাংলায় সর্বনিম্ন তাপমাত্রায় বিরাট কোনও পরিবর্তন হবে না।