শরীরের কোন অংশে কালো সুতো বাঁধলে তরতরিয়ে ঘুরবে ভাগ্যের চাকা?
নিজস্ব সংবাদদাতা
১৬ নভেম্বর ২০২৫ ২২ : ৫১
শেয়ার করুন
1
5
কোমরে কালো সুতো বাঁধলে শনিদেবের কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এটি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে ধরা হয়। অনেকের মতে, এটি শরীরে ইতিবাচক শক্তি বজায় রাখতেও সাহায্য করে।
2
5
গলায় কালো সুতো পরা নজরদোষ থেকে রক্ষা করে বলে প্রচলিত আছে। এর পাশাপাশি অর্থভাগ্য বৃদ্ধি এবং আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার বিশ্বাসও রয়েছে। মানসিক শান্তি আনতেও এটি সহায়ক বলে মনে করা হয়।
3
5
মেয়েদের বাঁ হাতে কালো সুতো পরা শুভ মনে করা হয়। এটি সফলতার সম্ভাবনা বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি দূরে রাখতে সাহায্য করে। আত্মবিশ্বাসও বাড়ে বলে বিশ্বাস।
4
5
ছেলেদের ডান হাতে কালো সুতো পরা সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয়। এতে দৈবশক্তির সঙ্গে সংযোগ বৃদ্ধি পায় বলে অনেকেই মনে করেন। দুর্ঘটনা বা অশুভ পরিস্থিতি থেকে সুরক্ষার বিশ্বাসও রয়েছে।
5
5
শাস্ত্র মতে, পায়ে কালো সুতো পরা অনুচিত, কারণ কালো রঙ শনিদেবের প্রিয় এবং তা পায়ে রাখা অসম্মানের সামিল। তবুও যদি পরতেই হয়, তবে জ্যোতিষীর পরামর্শ নিয়ে পরা উচিত। ভুলভাবে পরলে বিপরীত ফলও হতে পারে বলে ধারণা।