আজকাল ওয়েবডেস্ক: সোমবার ভোরে সৌদি আরবের মুফরিহাটের কাছে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়া একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে ঘটে। এতে কমপক্ষে ৪২ জন ভারতীয় উমরাহ তীর্থযাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, দুর্ঘটনাটি ভয়াবহ ছিল, যার ফলে বহু যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গিয়েছে, সংঘর্ষের পর মুহূর্তে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন, ফলে আগুনে ঝলসে মৃত্যু হয়।
জরুরি দল এবং স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। সেদেশের প্রশানের তরফে এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিৎ করা হয়নি, হতাহতদের সনাক্ত করছেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই দুর্ঘটনার খবর নিয়েছেন। মুখ্য সচিব রামকৃষ্ণ রাও এবং ডিজিপি বি শিবধর রেড্ডিকে জরুরিভিত্তিতে ঘটনার বিশদ সংগ্রহের নির্দেশ দিয়েছেন।
রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য বিদেশ মন্ত্রক (এমইএ) এবং সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করছে। তেলেঙ্গানা সচিবালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বজনহারাদের খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর হল- ৭৯৯৭৯ ৫৯৭৫৪ এবং ৯৯১২৯ ১৯৫৪৫।
হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, হায়দ্রাবাদ-ভিত্তিক দু'টি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছেন তিনি এবং যাত্রীদের তথ্য রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে শেয়ার করেছেন। সাংসদ ওয়েইসি মিশনের ডেপুটি চিফ (ডিসিএম) আবু মাথেন জর্জের সঙ্গেও কথা বলেছেন। জর্জ তাঁকে জানিয়েছেন যে, স্থানীয় কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছে এবং শীঘ্রই তা মিশন জানিয়ে দেবে।
ওয়েইসি বলেন, "আমি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করকে অনুরোধ করছি যেন মৃতদেহগুলি ভারতে ফিরিয়ে আনা হয় এবং যদি কেউ আহত হন, তাহলে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়।" কর্তৃপক্ষ যাচাই-বাছাই এবং ত্রাণ ব্যবস্থা সমন্বয় অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে আরও আপডেটের অপেক্ষায় রয়েছে।
