আজকাল ওয়েবডেস্ক: 

আজকাল ওয়েবডেস্ক: মদিনার কাছে উমরাহ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রায় ৪২ জন ভারতীয় নাগরিক। সংঘর্ষে বেঁচে গিয়েছে একজন যাত্রী। তিনিও ভারতীয়, হায়দ্রাবাদের বাসিন্দা, নাম মহম্মদ আব্দুল শোয়াব। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর অবস্থা এখনও অজানা।

মক্কা থেকে মদিনার পথে মুফরিহাটের কাছে ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বাসটির বেশিরভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে এসেছিলেন। দুর্ঘটনার সময় তীর্থযাত্রীদের দলটি তাদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করে মদিনার উদ্দেশ্যে ফিরছিল বলে জানা গিয়েছে।

গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ার সময় প্রায় সব যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে তারা পালানোর সুযোগ পায়নি।

সেদেশের সংবাদ মাদ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে, যদিও কর্তৃপক্ষ এখনও সংখ্যাটি নিশ্চিৎ করেনি।

উদ্ধারকারী দল জানিয়েছে যে, বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে, যার ফলে নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন বেঁচে গেছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থা এখনও অজানা।

সরকারি হেল্পলাইন
তেলেঙ্গানা সরকার জানিয়েছে যে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির আধিকারিকদের সেদেশের দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার আবেদন জানিয়েছেন।

দুর্ঘটনায় তেলঙ্গানার হতাহতের সংখ্যা জানতে সরকারের আবাসিক কমিশনারও রয়েছেন এবং রাজ্য সচিবালয়ে একটি কন্দ্রোল রুম থখোলা হয়েছে। সরকার হতাহতদের পরিবারকে সহায়তা করার জন্য কন্ট্রোল রুমের নম্বর হল- +৯১ ৭৯৯৭৯৫৯৭৫৪ এবং +৯১ ৯৯১২৯১৯৫৪৫।

জেড্ডায় ভারতীয় দূতাবাস একটি সর্বক্ষণের কন্ট্রোল রুম খোলা হয়েছে। সহায়তার জন্য টোল-ফ্রি হেল্পলাইন নম্বর হল ৮০০২৪৪০০০৩।

প্রধানমন্ত্রী মোদির প্রতিক্রিয়া
সৌদি বাস দুর্ঘটনায় প্রাণহানির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। এক্স বার্তায় তিনি লিখেছেন, "মদিনায় দুর্ঘটনা ও ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। আমার সমবেদনা রইল প্রিয়জন হারানো পরিবারগুলির সঙ্গে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের আধিকারিকরা সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।" 

ওয়েইসির প্রতিক্রিয়া
হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন যে, আগুন লাগার সময় বাসটিতে ৪২ জন উমরাহ তীর্থযাত্রী ছিলেন। রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) আবু মাথেন জর্জের সঙ্গে তিনি যোগাযোগ করছেন, যিনি ওয়েইসিকে আশ্বস্ত করেছেন যে, তারা দুর্ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে যে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে প্রায় ১৬ জন উমরাহ তীর্থযাত্রী রয়েছেন, যাঁরা হায়দ্রাবাদ-ভিত্তিক দু'টি সংস্থা, আল-মীনা হজ এবং ওমরাহ ট্রাভেলসের মাধ্যমে সৌদিতে গিয়েছিলেন।

ওয়েইসি কেন্দ্রীয় সরকারের কাছে মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার এবং আহতদের যথাযথ চিকিৎসার অনুরোধও করেছেন।

বিদেশমন্ত্রীর প্রতিক্রিয়া
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এক্স পোস্টে বিদেশমন্ত্রী লিখেছেন, "রিয়াদে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনস্যুলেট এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক এবং পরিবারগুলিকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"