বলিউডে আসছে সবচেয়ে বড় স্পাই-শোডাউন। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর মুখোমুখি সংঘর্ষের ঝলক দেখে উল্লাসে ফেটে পড়েছে ‘ওয়ার ২’-এর প্রথম ট্রেলার। শুক্রবার সকালেই যশরাজ ফিল্মস মুক্তি দিল অয়ন মুখার্জি পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারের ট্রেলার, আর মুহূর্তে তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
দু’জনের মুখেই দেশপ্রেমের শপথ, কিন্তু লক্ষ্য একে অপরকে ধ্বংস করা? ওয়ার ২ -এর ট্রেলার শুরুতেই দুই চরিত্র—হৃতিকের 'কবীর' ও এনটিআরের রহস্যময় চরিত্র—একসঙ্গে শপথ নেন দেশের প্রতি। জলদমন্দ্র স্বরে কবীরকে আওড়াতে শোনা যায় ক'টা কথা—"আমি আমার নাম, পরিচয় ত্যাগ করছি, যাদের ভালবাসতাম তাদেরকেও… স্রেফ এক ছায়া হয়ে থাকব।” আর এনটিআর বলছেন, “আমি সেইসব কাজ করব, যা আর কেউ করতে পারবে না।” তবে প্রশ্ন থেকে যায়— ‘দেশ প্রথম’ বলেও কেন একজন আরেকজনের রক্তের পিপাসু?
অন্যদিকে, এ ছবিতে কিয়ারা আদবানি রয়েছেন রোম্যান্স থেকে রণাঙ্গনও! ছবির ট্রেলারে নজর কাড়ছেন কিয়ারা আদবানি। একদিকে হৃতিকের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত, অন্যদিকে একেবারে মারমুখী কিয়ারা, কবীরকে পেছনে ফেলে মুখোমুখি লড়াইয়ে নামছেন তিনি। এটা যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে কিয়ারার প্রথম ইনিংস, আর তাতেই বাজিমাত।
“তুমি একজন যোদ্ধা। সে-ও একজন যোদ্ধা। এবং তাই এটা যুদ্ধ!”—হাড় হিম করে এই সংলাপ শোনা গেল আশুতোষ রাণার মুখে। হ্যাঁ, এই ছবিতে কর্ণেল লুথারিয়া-র চরিত্রে ফের একবার এসেছেন আশুতোষ রাণা। তাঁর সংলাপ—“তুমি একজন যোদ্ধা। সে-ও একজন যোদ্ধা। এবং তাই এটা যুদ্ধ!”— ট্রেলারের সবচেয়ে চমকপ্রদ মুহূর্তগুলির একটি। ভিডিওতে সামান্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কর্ণেল লুথারিয়া যেন খানিক বিরক্ত, ক্ষুব্ধ তাঁর প্রিয় সৈনিক কবীরের উপরে। স্পষ্টতই কবীর এবার সরকার ও সিস্টেমের বিপরীতে দাঁড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের উত্তাপে জ্বলছে আগুন! ইতিমধ্যেই প্রায় মিলিয়ন ভিউ পার! নেটদুনিয়ায় ট্রেলারের প্রতিক্রিয়া এককথায় বিস্ফোরক। নেটিজেনদের মধ্যে কেউ বলছেন—
“দুই তারকা, একটাই যুদ্ধ – আর রেহাই নেই!”
“এটা ট্রেলার নয়, একেবারে তাণ্ডব!”
“হৃতিকের অরা ও এনটিআরের জৌলুস— দুই মিলে তৈরি হয়েছে বাজ পড়ার মতো!”
“এই যুদ্ধ আর শুধু পর্দায় নয়, হৃদয়ে!”
কবে মুক্তি পাচ্ছে এই ছবি ? ওয়ার ২ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট, হিন্দি, তেলুগু ও তামিল ভাষায়। এই ফিল্ম যশরাজ স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি (‘টাইগার’, ‘পাঠান’, ‘ওয়ার’-এর পর)। সামনে আসছে আলফা—তবে আপাতত পুরো দেশ থমকে হৃতিক বনাম এনটিআরের এই ‘ওয়ার’ দেখতে।
অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৫ অগস্টের সপ্তাহান্তেই দর্শকদের সামনে হাজির হতে চলেছে 'থামা'-র প্রথম ঝলক, আর সেটি জুড়ে দেওয়া হবে হৃতিক রোশন ও এনটিআর অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশন ফিল্ম ‘ওয়ার ২’-এর সঙ্গে। সহজ কথায়, ‘ওয়ার ২’ ছবির সঙ্গেই বড়পর্দায় হাজির হতে চলেছেন আয়ুষ্মান খুরানা। ফিল্ম-এক্সিবিটরদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে ম্যাডক্স ফিল্মস প্রযোজনা সংস্থার । “ওয়ার ২'-এর বিশাল দর্শককে কাজে লাগিয়ে ‘থামা’ ইউনিভার্স-এর কথা আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে চায় ম্যাডক্স ফিল্মস -জানিয়েছে সূত্র।
