উৎসবের মরশুমে দর্শকের জন্য জমকালো আয়োজন করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সব সিরিজের রিলিজ। সঙ্গে থাকছে বহু প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন ও ফাইনাল সিজন। এই বছর হইচই-এর উৎসবের বিশেষ লাইন-আপে থাকছে জনপ্রিয় সিরিজের সমাপ্তি, তারকাদের প্রত্যাবর্তন আর নতুন নির্মাতাদের তাজা গল্পের ঝুলি। ফলে এ আয়োজন হতে চলেছে একেবারে সাংস্কৃতিক ভোজ।

 


প্রথমেই আসছে বহু জনপ্রিয় সিরিজ 'ইন্দু ৩'। যা এবার দর্শকের জন্য নিয়ে আসছে এর বহু প্রতীক্ষিত অন্তিম সিজন। শুরু থেকে যাঁরা এই সিরিজকে ভালবেসে দেখেছেন, তাঁদের জন্য এটি এক বিশেষ উপহার।

 

ভৌতিক ঘরানা পছন্দ করেন যে দর্শকরা, তাঁদের জন্য থাকছে জয়দীপ মুখোপাধ্যায়ের সিরিজ 'নিশির ডাক', যার শিহরণ জাগানো কাহিনি দর্শকদের একেবারে আসন থেকে নড়তে দেবে না। এর মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তকে। এছাড়াও থাকবেন রৌণক দে ভৌমিক, শ্বেতা তিওয়ারি ও অরুণাভ দে। 


এরপর থাকছে 'লেডি সুপারস্টার' শুভশ্রী গাঙ্গুলী অভিনীত সিরিজ 'অনুসন্ধান'। 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর বিপুল সাফল্যের পর এই সিরিজ নিয়েও তাঁর অনুরাগীরাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। আরেকটি সিরিজ 'কালরাত্রি' এবার আসছে এর শেষ সিজন নিয়ে। থ্রিলারের আবহ শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখবে এই সিরিজ।


উৎসবের লাইন-আপে আরও আছে, পরিচালক প্রতীম ডি. গুপ্তর সঙ্গে হইচই-এর প্রথম সহযোগিতা 'কার্মা কোর্মা'। সিরিজের মুখ্য চরিত্রে থাকছেন সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তী। সবশেষে, ফেলুদা সিরিজে আসছে বড় পরিবর্তন। গত দুটি ফেলুদা সিনেমা পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি, তবে এবার দায়িত্ব নিচ্ছেন কমলেশ্বর মুখার্জি। তার হাত ধরে দর্শকের সামনে উন্মোচিত হবে নতুন রহস্যময় ফেলুদার গল্প।এ বারের গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’।

 

আরও পড়ুন: 'ও তখন একদম নিজের মধ্যে ছিল না...,' দীপিকার সঙ্গে রণবীরের বিচ্ছেদ এত বছর পর মুখ খুললেন নীতু কাপুর

 

সিরিজে ফেলুদা, জটায়ু এবং তোপসের চরিত্রে ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র। টলিপাড়া সূত্রে খবর, এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায় পর এই প্রথম ফেলুদা সিরিজ পরিচালনা করবেন কমলেশ্বর। উত্তরবঙ্গে সিরিজের শুটিং শুরু হয়েছে। এই গল্পে 'মহীতোষ'-এর চরিত্রের জন্য শুরু থেকেই নাকি চিরঞ্জিতের কথা ভেবেছিলেন পরিচালক। সেইমতো প্রস্তাব যেতেই সম্মতি জানিয়েছেন চিরঞ্জিৎ। সব মিলিয়ে হইচই-এর এ বছরের উৎসবের মরশুম হতে চলেছে দর্শকের জন্য চমক আর বিনোদনে ভরপুর।