গত সপ্তাহেই আভাস মিলেছিল। এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছিল স্টার বাংলার জনপ্রিয় ধারাবাহগিক ‘কথা’। চলতি সপ্তাহে ‘গোবরদেবী’র বাজিমাত। ৬.১ পেয়ে ‘বাংলা সেরা’র তকমা এবার তার কপালে! চওড়া হাসি সুস্মিতা দে-র মুখে। টেলিপাড়া বলছে, রবীন্দ্রজয়ন্তী, রবীন্দ্রগান আর মাছের কচুরির নাকি এড়াতে পারেননি দর্শক। তার জেরেই নাকি বাজিমাত। নায়িকার প্রথম ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ও অনেক দিন ‘বাংলা সেরা’র মুকুট ধরে রেখেছিল। দ্বিতীয় স্থানেও চমক। স্টার জলসার ‘গীতা এলএলবি’ ৬.০ পয়েন্ট পেয়ে উঠে এসেছে একই ভাবে। তার স্বামীকে নিয়ে টালমাটাল দাম্পত্য। তৃতীয় স্থানে ৫.৯ পয়েন্ট পেয়ে ‘ফুলকি’। চতুর্থ স্থানে ‘নিমফুলের মধু’। তার প্রাপ্তি ৫.৭ পয়েন্ট। একেবারে পঞ্চমে নেমে এসেছে স্নেহাশিস চক্রবর্তীর ‘জগদ্ধাত্রী’। তার ঝুলিতে ৫.৪ নম্বর।
আইপিএল এবং নির্বাচনের সাঁড়াশি আক্রমণে এমনিতেই রেটিং চার্টে ধস। তার উপরে স্থান পরিবর্তন। ষষ্ঠ থেকে দশম স্থানেও কি একই ছবি? ষষ্ঠ স্থানে ৪.৯ স্থানে জায়গা দখল জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’র। এই ধারাবাহিকটিও চলতি সপ্তাহে পিছিয়ে গিয়েছে। সপ্তম স্থানে ৪.৬ পয়েন্ট পেয়ে সপ্তমে ‘অনুরাগের ছোঁয়া’। সূর্যর ফিরে আসার হদিশ পেতেই ফের ধারাবাহিকে আগ্রহ ফিরে পেয়েছেন দর্শকেরা। অষ্ঠমে জোড়া ফলা। ৪.২ পেয়ে এই স্থানে ‘রোশনাই’, ‘জল থইথই ভালবাসা’। নবমে ‘অষ্টমী’। ঝুলিতে ৩.৯ নম্বর। দশমে ৩.৭ পেয়ে ‘তুমি আশেপাশে থাকলে’।
আইপিএল এবং নির্বাচনের সাঁড়াশি আক্রমণে এমনিতেই রেটিং চার্টে ধস। তার উপরে স্থান পরিবর্তন। ষষ্ঠ থেকে দশম স্থানেও কি একই ছবি? ষষ্ঠ স্থানে ৪.৯ স্থানে জায়গা দখল জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’র। এই ধারাবাহিকটিও চলতি সপ্তাহে পিছিয়ে গিয়েছে। সপ্তম স্থানে ৪.৬ পয়েন্ট পেয়ে সপ্তমে ‘অনুরাগের ছোঁয়া’। সূর্যর ফিরে আসার হদিশ পেতেই ফের ধারাবাহিকে আগ্রহ ফিরে পেয়েছেন দর্শকেরা। অষ্ঠমে জোড়া ফলা। ৪.২ পেয়ে এই স্থানে ‘রোশনাই’, ‘জল থইথই ভালবাসা’। নবমে ‘অষ্টমী’। ঝুলিতে ৩.৯ নম্বর। দশমে ৩.৭ পেয়ে ‘তুমি আশেপাশে থাকলে’।
